আপডেট ০৭:২৪ পিএম, ডিসেম্বর ৬, ২০১৯
মিরসরাইয়ের জোরারগঞ্জে ট্রাক-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ১ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন। শনিবার (২০ জুলাই) দুপুর ১২ টা ৪৫ মিনিটের সময় জোরারগঞ্জ মুহুরি প্রজেক্ট সড়কের ইছামতি ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে। সিএনজি অটোরিকশা চালকের নাম অলি আহদমকে (৩৫)। তিনি আলোকদিয়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা সুণীল জলদাস জানান, জোরারগঞ্জ থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা মুহুরি প্রজেক্টের দিকে যাচ্ছিল। এসময় প্রজেক্ট থেকে আসা একটি খালি ট্রাক (ঢাকা মেট্টো ড. ১১-১১৪১) ইছামতি ব্রিজের উপর উঠামাত্র সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশাটি ধুমড়ে মুচড়ে যায়
এবং ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থলে রেখে চালক পালিয়ে যায় এবং সিএনজি অটোরিকশাটিও অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সিএনজি অটোরিকশা চালককে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহতরা হলেন- জোরারগঞ্জ থানাধীন সাহেবপুর গ্রামের মঞ্জুর আহমদের ছেলে তাজুল ইসলাম (৩০), মাহমুদুল হকের স্ত্রী মেহেরুন নেছা (৬০), ধুম ইউনিয়নের শান্তিরহাট এলাকার মনির আহমদ (৫০), ৭ নম্বর কাঁটাছরা ইউনিয়নের জুহুরুল হকের স্ত্রী নাছিমা খাতুন (৪৫) তাদের ছেলে রাকিব (১০) ও সুফিয়া খাতুন (৫৫)।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বলেন, সড়ক দুর্ঘটনায় ৭ জনকে এখানে আনা হয়। এরমধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। তার স্বজনরা এখনো হাসপাতালে আসেননি।
অন্যদের অবস্থা মারাত্মক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জোরারগঞ্জ থানার এসআই সিরাজুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। সিএনজি অটোরিকশাটি পাওয়া যায়নি। এ ঘটনায় ১ জন নিহত ও ৬ জন আহত হয়েছে বলে শুনেছি। ট্রাকের চালককে আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সিভয়েস/আই
দক্ষিণ এশিয়ার একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা। দেশের প্রত্যন্ত অঞ্চলে বিস্তারিত
লোহাগাড়ার বড়হাতিয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ ও শিশু খাদ্য সংরক্ষণ ও বিক্রির বিস্তারিত
কক্সবাজারের পেকুয়ায় নির্মাণাধীন সাবমেরিন নৌঘাঁটির জন্য অধিগ্রহণ করা জমি বিস্তারিত
সাতকানিয়ায় পৌরসভা যুবলীগের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে যুবলীগের প্রতিষ্ঠাতা বিস্তারিত
লোহাগাড়ায় মুক্তিযোদ্ধার জমি থেকে অবৈধভাবে মাটি কাটা বন্ধ করতে গিয়ে বিস্তারিত
চট্টগ্রাম কর্ণফুলীতে ফেরদৌসী বেগম নামে এক মহিলার ব্যক্তি মালিকানাধীন বিস্তারিত
সীতাকুণ্ডের ভাটিয়ারী থেকে গলাকাটা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বিস্তারিত
চট্টগ্রামের লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. সাইফুল ইসলামকে বিস্তারিত
গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার টেকনাফের চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. বিস্তারিত
‘শুধুমাত্র বস্তুগত উন্নয়নের মাধ্যমে উন্নত দেশ গঠন করা বঙ্গবন্ধু কন্যা বিস্তারিত
দক্ষিণ এশিয়ার একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা। দেশের প্রত্যন্ত অঞ্চলে বিস্তারিত
একসময় নানামুখী সাংস্কৃতিক আয়োজনে ব্যস্ত থাকত নগরীর ডিসি হিল মুক্ত মঞ্চ। বিস্তারিত
চোখের আলোয় পৃথিবীর সৌন্দর্য দেখতে পায় না সে। তবুও থেমে যায়নি। বড় হওয়ার বিস্তারিত
সর্বস্বত্ত্ব সংরক্ষিত, এই ওয়েব সাইটের যেকোন লিখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনি
Copyright © cvoice24.com 2018
Design & Developed by: Muktodhara Technology Ltd.