Cvoice24.com


বান্দরবানে ছেলেধরা সন্দেহে রোহিঙ্গা নারীকে গণপিটুনি

প্রকাশিত: ১১:৩৯, ১৯ জুলাই ২০১৯
বান্দরবানে ছেলেধরা সন্দেহে রোহিঙ্গা নারীকে গণপিটুনি

ছবি : সিভয়েস

বান্দরবানে ছেলেধরা সন্দেহে এক রোহিঙ্গা নারীকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। শুক্রবার ২টার দিকে  বান্দরবানের লেমুঝিরি এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহত রোহিঙ্গা নারী রোকেয়া বেগমকে (২২) বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী এলাকাবাসীরা জানান, বান্দরবানের বালাঘাটা  নম্বর ওয়ার্ডের বিগ্রেড এলাকার শুভ নামের এক ছেলেকে  ধরে নিয়ে যাওয়ার সময় ওই মহিলাকে হাতেনাতে আটক করে। এসময় উত্তেজিত লোকজন তাকে মারধর করে। তবে ওই মহিলার সঙ্গীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

এই বিষয়ে বান্দরবান সদর থানার দায়িত্বরত কর্মকর্তা প্রণব  জানান,  ঘটনার সত্যতা যাচাইয়ের চেষ্টা করছেন তারা।  বর্তমানে মহিলাটিকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহিলার শারীরিক অবস্থার উন্নতি হলে ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

-সিভয়েস/এসএ

বান্দরবান প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়