Cvoice24.com


লাইসেন্স না থাকায় দুই চালকের কারাদণ্ড

প্রকাশিত: ১৫:৪৬, ১৮ জুলাই ২০১৯
লাইসেন্স না থাকায় দুই চালকের কারাদণ্ড

ছবি : সিভয়েস

ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অপরাধে বাস ট্রাকের দুই চালককে কারাদন্ড দিয়েছেন বিআরটিএ ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে চট্টগ্রাম নগরীর ওয়াসা  মোড়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে দণ্ডাদেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট (আদালত ১২) এস, এম, মনজুরুল হক।

ড্রাইভিং লাইসেন্স না থাকায় মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩ এর সংশ্লিষ্ট ধারায় বাসচালক মো. সুমনকে (২৪) ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ৫০০ টাকা জরিমানা এবং ট্রাকচালক মো. রুবেলকে (২৬) ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এস, এম, মনজুরুল হক বলেন, তারা উভয়ই দীর্ঘদিন ড্রাইভিং লাইসেন্স ছাড়াই ঝুঁকিপূর্ণভাবে বাস ট্রাকের মতো বড় পরিবহন চালিয়ে আসছিলো। তাৎক্ষণিক তাদের গাড়ির মালিকদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করে ভবিষ্যতে ড্রাইভিং লাইসেন্সবিহীন চালকের হাতে গাড়ি না দেয়ার জন্য হুঁশিয়ার করে দেয়া হয়েছে।

অপরদিকে  রেজাউল হক রুবেল নামে এক মোটরসাইকেল চালককে ড্রাইভিং লাইসেন্স না থাকায়   হেলমেট ছাড়া  মোটরসাইকেল চালানোর দায়ে ৫০০ টাকা জরিমানা করা হয়। আদালতে তিনি নিজেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি বলে পরিচয় দেন।

এছাড়াও আজকের অভিযানে ৮টি পরিবহনকে ১৮ হাজার ৭০০ টাকা জরিমানার পাশাপাশি একটি গাড়ির কাগজপত্র জব্দ করা হয়। অভিযান অব্যাহত থাকবে বলে জানান ম্যাজিস্ট্রেট।

-সিভয়েস/এমআইএম/এসএ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়