Cvoice24.com


‘সমাবেশের প্রস্তুতি বিএনপির, পুলিশের অনুমতি নেই’

প্রকাশিত: ১১:১০, ১৮ জুলাই ২০১৯
‘সমাবেশের প্রস্তুতি বিএনপির, পুলিশের অনুমতি নেই’

ছবি : সিভয়েস

বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী শনিবার (২০ জুলাই) চট্টগ্রাম বিভাগীয় সমাবেশের সার্বিক প্রস্তুতি আছে চট্টগ্রাম মহানগর বিএনপির। তবে পুলিশের অনুমতি নেই। বুধবার (১৮ জুলাইদুপুরে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তথ্য জানান চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, আগামী শনিবার লালদীঘির পাড়স্থ জেলাপরিষদ চত্ত্বর অথবা কাজীর দেউরীর মোড়ে কেন্দ্র ঘোষিত চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ করবে বিএনপি। চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে অনুমতি চেয়ে কয়েকবার পুলিশ কমিশনার অফিসে যাওয়া হয়েছে। পুলিশ অনুমতি দিবে আমরা শতভাগ আশাবাদী। কারণ বরিশালে পুলিশ অনুমতি দিয়েছে।

লিখিত বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন আরো বলেন, রাজনৈতিক সংকটকালে গণতন্ত্রহীন রাষ্ট্র ব্যবস্থায় দেশের মানুষ আজ চরম নিরাপত্তাহীনতায় দিন যাপন করছেন। বিনা ভোটের অস্বাভাবিক সরকার আমাদের প্রিয় মাতৃভূমিকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে।

তিনি বলেন, দেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেয়া হয়েছে। বিচার বিভাগ, সংসদ প্রশাসন যন্ত্র নিজেদের কব্জায় নিয়ে সরকার দেশে এক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে। দেশে এখন গুম, খুন, ধর্ষণ, হামলা-মামলা, প্রকাশ্যে কুপিয়ে হত্যা নিত্যনৈমত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দ্রব্যমূল্যের চরম উর্ধ্বগতিতে দেশের মানুষ আজ দিশেহারা। সামান্য বৃষ্টিপাতে পানিতে তলিয়ে যাচ্ছে চট্টগ্রাম। পাহাড়ধসে মৃত্যুর ঘটনা ঘটেই চলেছে।এই ক্ষেত্রে সরকার নির্বিকার।

বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেন, সরকার বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিও যথাযথভাবে পালন করতে দিচ্ছে না। ঢাকাসহ সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করা হলেও চট্টগ্রামে বিএনপিকে দলীয় কার্যালয়ের বাইরে সভা-সমাবেশ করতে দেয়া হচ্ছে না। দেশের জনপ্রিয় একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপির প্রতি এটি অমানবিক আচরণ।

সংবাদ সম্মেলনে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার সাজা বাতিল করে নি:শর্ত মুক্তির জোর দাবি জানানো হয়। একইসাথে  বিএনপির যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ উল্লাহসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি দেয়ার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম।

সময় অন্যান্যের মধ্যে দক্ষিণ জেলা বিএনপির সভাপতি সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, হারুনুর রশিদ ভিপি, কেন্দ্রীয় সদস্য মশিউর রহমান বিপ্লব, চট্টগ্রাম মহানগর বিএনপির সি: সহ-সভাপতি আবু সুফিয়ান, উত্তর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এম হালিম, চাকসু ভিপি নাজিম উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি এম আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, ইকবাল চৌধুরী, যুগ্ম সম্পাদক কাজী বেলাল উদ্দিন, মো. শাহ আলম, ইয়াছিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, আহমেদুল আলম রাসেল, জাহাঙ্গীর আলম দুলাল, মঞ্জুর আলম মঞ্জু, আনোয়ার হোসেন লিপু, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পদক কামরুল ইসলাম, প্রচার সম্পাদক শিহাব উদ্দিন মুবিন, নগর মহিলা দল সভাপতি কাউন্সিলর মনোয়ারা বেগম মনি উপস্থিত ছিলেন।

-সিভয়েস /এমআই/এসএ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়