Cvoice24.com


চট্টগ্রামে দু’দিনব্যাপী ‘সেপ ভারতীয় শিক্ষা মেলা’ শুরু কাল

প্রকাশিত: ১৬:২৩, ১৬ জুলাই ২০১৯
চট্টগ্রামে দু’দিনব্যাপী ‘সেপ ভারতীয় শিক্ষা মেলা’ শুরু কাল

নগরীর হোটেল আগ্রাবাদে  শুরু হচ্ছে ‘সেপ ভারতীয় শিক্ষা মেলা-২০১৯ । আগামীকাল বুধবার (১৭ জুলাই) সকাল দশটায় দুই দিনব্যাপী এ শিক্ষামেলার উদ্বোধন করবেন ভারতীয় সহকারী হাইকমিশনার অনিন্দ ব্যানার্জী।

সবার জন্য উন্মুক্ত এ মেলা ১৮ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত  চলবে। বন্দরনগরী চট্টগ্রামে ৬ষ্ঠ বারের মতো এ মেলার আয়োজন করছে সেপ ইভেন্ট এন্ড মিডিয়া প্রাইভেট লিমিটেড। 

বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারের মেলায়ও আসাম ডাউন ইউনিভার্সিটি, অ্যাডামাস, জেআইএস গ্রুপ কলকাতা, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল স্কুল ব্যাঙ্গালুরু, আই টি এম ইউনিভার্সিটি, সারদা ইউনিভার্সিটি-দিল্লী, এপিজি সিমলা ইউনিভার্সিটি-সিমলা, গীতা গ্রুপ অব ইনস্টিটিউশনসহ ভারতের বিভিন্ন অঞ্চলের প্রায় ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়) স্টল সহকারে মেলায় অংশ নিচ্ছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত প্রতিনিধি ও বাংলাদেশের এজেন্টরা ভারতের স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষাগ্রহণ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করবেন।

বাংলাদেশের শিক্ষার্থী তথা ছাত্র সমাজের দোরগোড়ায় পছন্দসই ও কাঙ্খিত উচ্চ শিক্ষার সহজ প্রবেশাধিকার সুবিধা দেওয়াই সেপ ভারতীয় শিক্ষা মেলার মূল লক্ষ্য বলে জানালেন মেলা আয়োজক প্রতিষ্ঠান সেপ ইভেন্ট এন্ড মিডিয়া প্রা. লি. এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সঞ্জয় থাপা।

তিনি বলেন,  ভারতে শুধুমাত্র গুণগত সর্বোচ্চ শিক্ষাদানই নয়- যে কোন দেশের চেয়ে অল্পখরচে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন গড়ে দেয়। বিদেশি শিক্ষার্থীরা তাদের নিজ দেশের শিক্ষার ব্যয়ভার থেকে অল্প খরচে পড়াশোনা শেষ করতে পারবেন। তদুপরি ভারতে একদম সেশনজট নেই। তাই দেশের বাইরে শিক্ষাগ্রহণে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীরা চাইলে ভারতকেই প্রথম পছন্দ হিসেবে বেছে নিতে পারে।

আর চট্টগ্রামে তথা বাংলাদেশে একাধিক ভারতীয় শিক্ষা মেলা আয়োজন হলেও সেপ ইভেন্ট প্রা. লি. সবচেয়ে আস্থাশীল মেলা আয়োজক প্রতিষ্ঠান দাবি করে সঞ্জয় থাপা বলেন, অনেকেই হয়তো শিক্ষা মেলা আয়োজন করে থাকে। কিন্তু আমরাই (সেপ ইভেন্ট) প্রথম এখানে ভারতীয় শিক্ষা মেলার আয়োজক। বিগত ৫ বছর আমরা ধারাবাহিকভাবে এ মেলার আয়োজন করে আসছি। এবার ৬ষ্ঠবারের মতো এই আয়োজন। বাংলাদেশ ছাড়াও পার্শ্ববর্তী দেশ নেপাল, ভূটান, থাইল্যান্ডসহ দক্ষিণ এশিয়ার আরো বেশ কয়টি দেশে ধারাবাহিকভাবে আমরা ‘সেপ ভারতীয় শিক্ষা মেলা’র আয়োজন করে আসছি।

বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ ও পছন্দের বিষয়টি বিবেচনায় নিয়ে মেলায় ভারতের সবচেয়ে নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ ও স্টল নিশ্চিত করা হয় জানিয়ে আয়োজক প্রতিষ্ঠান জানায়, মেলায় এসব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছ থেকে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীরা যেন ভর্তি সংক্রান্ত  খুঁটিনাটি তথ্যগুলো সরাসরি জেনে নিতে পারে, সেটিই আমাদের মূল উদ্দেশ্য।      

ভারতের বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিশেষ স্কলারশীপ অফার রয়েছে। তাছাড়া উল্লেখযোগ্য ছাড়ে মেলায় স্পট এডমিশনের সুযোগের পাশাপাশি দর্শনার্থীদের জন্য লটারীর মাধ্যমে ল্যাপটপ জেতার সুযোগ রয়েছে বলেও জানায় আয়োজকরা।

-সিভয়েস/এসএ

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়