Cvoice24.com


কক্সবাজারে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

প্রকাশিত: ০৬:৩৪, ১৪ জুলাই ২০১৯
কক্সবাজারে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্ষং এ পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মফিদ আলম (৩৯) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন পুলিশের ৩ সদস্য।  ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ইয়াবা, অস্ত্র ও গুলি।
রোববার (১৪ জুলাই) ভোরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত মফিদ আলম টেকনাফের নয়াপাড়া এলাকার মৃত নজির আহম্মদের ছেলে।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মফিদ আলমকে আগের দিন রাতে আটক করা হয়। পরে তাকে নিয়ে নাফ নদীর পাড়ে মাদক উদ্ধারের অভিযানে গেলে তার লোকজন পুলিশকে লক্ষ করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি চালায়। গুলাগুলিতে অহিদ, রুবেল মিয়া ও মনির হোসেন নামে ৩ পুলিশ সদস্য আহত হয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় মফিদ আলমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া পথে তার মৃত্যু হয়। এ সময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ৫ হাজার ইয়াবা, ২টি অস্ত্র ও ১০ রাউন্ড গুলি। নিহতের লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তার বিরুদ্ধে টেকনাফসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

সিভয়েস/এএইচ

কক্সবাজার প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়