আপডেট ১১:২৬ এএম, ডিসেম্বর ৮, ২০১৯
টানা বৃষ্টিপাতের ফলে পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলার নিচু এলাকা প্লাবিত হয়ে ডুবে গেছে রাস্তা ঘাট ও ঘরবাড়ি। এতে পানিবন্দি হয়ে পড়েছে ৫ হাজার মানুষ।
ভারী বৃষ্টিপাতের ফলে মাতামুহুরী নদীর উচ্চতা বৃদ্ধি পাওয়ায় দুই তীর উপচে পানি ঢুকে প্লাবিত হয়েছে পেকুয়ার উপজেলার মগনামা, উজানটিয়া, রাজাখালী ও শিলখালী এবং চকরিয়া উপজেলার সুরাজপুর, মানিকপুর, কাকারা, বরইতলী ও হারবাং সহ অন্তত্য ১০ গ্রামের রাস্তাঘাট ও ঘরবাড়ি। এতে সংকট দেখা দিয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির। মানুষের চলাচলসহ দৈনন্দিন কাজে দেখা দিয়েছে স্থবিরতা। বেশি দুর্ভোগে পড়েছে
স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার লোক।
স্থানীয়রা বলছেন বড়িবাঁধ পূর্ণ সংস্কার না করাও কিছু অসাধু সিন্ডিকেট মাছ ধরার জন্য স্লুইচ গেইটে জাল বসিয়ে পানি আটকে রাখার কারনণ জলাবদ্ধতা নিরসন হচ্ছে না। এসবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা জরুরি হয়ে পড়েছে।
পেকুয়ার মগনামার উজানটিয়া এলাকার মোহাম্মদ হোসেন জানান, ‘গত ৫ বছরেরও বেশি সময় ধরে টানা কয়েকদিন বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। যার জন্য দায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কারণ বেড়িবাধগুলো ঠিকভাবে করা হয়না। যেনতেন ভাবেই করা হয়।’।
চকরিয়া উপজেলার কাকারা এলাকার রাবেয়া খাতুন নামে এক নারী জানান, প্লাবনের কারণে তার প্রায় এক একর সবজি খেত পানির নীচে তলিয়ে গেছে। এছাড়া তার ঘরে পানি উঠেছে। তিনি পরিবার নিয়ে একই পাড়ায় তার আত্মীয়ের বাসায় চলে যাচ্ছেন।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব উল করিম জানান, অতি বৃষ্টির ফলে যেসব এলাকা প্লাবিত হয়েছে ওসব এলাকার লোকজনকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য জনপ্রতিনিধিদের বলে দেওয়া হয়েছে। তবে এখন পানি কমে আসছে। তাই লোকজন সরতে চাইছেনা।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম জানান, মাতামুহুরী নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেয়ে চকরিয়া ৫-৬ টি এলাকা প্লাবিত হয়েছে। তবে সকাল থেকে পানি নামতে শুরু করে। জরুরী মুহুত্বে লোকজনকে সরিয়ে নেওয়ার জন্য সার্বিক প্রস্তুুতি সম্পন্ন করা হয়েছে।
সিভয়েস/আই
কক্সবাজারের টেকনাফের হ্নীলার নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে দুই ডাকাত দলের বিস্তারিত
কক্সবাজারের বঙ্গোপসাগরের গভীর সমুদ্র এলাকা থেকে ১ লাখ ইয়াবাসহ ২ জনকে আটক বিস্তারিত
কক্সবাজারের টেকনাফে দেড় লাখ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বিস্তারিত
কক্সবাজার সদর উপজেলার ঝিলংজায় ডাম্পার চাপায় এক স্কুলছাত্রসহ দুইজন নিহত বিস্তারিত
কক্সবাজারের উখিয়ায় অজ্ঞাত এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। বিস্তারিত
মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সর্বাপেক্ষা বড় ধরনের আশ্রয়স্থল বিস্তারিত
পর্যটন নগরী কক্সবাজারে বিভিন্ন দেশের নৃত্যশিল্পীদের নিয়ে প্রথমবারের মত বিস্তারিত
মিয়ানমার থেকে পেঁয়াজের ২১টি ট্রলার নৌপথে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর বিস্তারিত
মহেশখালীর সোনাদিয়া মগ চর থেকে নারী ও শিশুসহ ২৫ রোহিঙ্গাকে উদ্ধার করেছে বিস্তারিত
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন, বিস্তারিত
সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) অর্জন করতে হলে দক্ষিণ এশিয়া অঞ্চলের বিস্তারিত
দিল্লির রানি ঝাঁসি রোড এলাকার আনাজ মাণ্ডির একটি কারখানায় রবিবার ভোর ৫টা বিস্তারিত
লা লীগায় মায়োর্ককে ৫-২ গোলে উড়িয়ে চির প্রতিদ্বন্দ্বী রিয়ালকে সরিয়ে বিস্তারিত
সর্বস্বত্ত্ব সংরক্ষিত, এই ওয়েব সাইটের যেকোন লিখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনি
Copyright © cvoice24.com 2018
Design & Developed by: Muktodhara Technology Ltd.