Cvoice24.com


জোরারগঞ্জে পল্লী চিকিৎসকদের সাথে মতবিনিময় সভা

প্রকাশিত: ১৬:৪৫, ১১ জুলাই ২০১৯
জোরারগঞ্জে পল্লী চিকিৎসকদের সাথে মতবিনিময় সভা

মিররসরাইয়ে বারইয়ারহাট মেডিকেল সেন্টারের দরদ পেইন ক্লিনিকের ১ম বর্ষপূর্তি উপলক্ষে মানব শরীরে দীর্ঘমেয়াদী ব্যথা, কারণ নির্ণয় ও প্রতিকার নিয়ে স্থানীয় পল্লী চিকিৎসকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করে বারইয়ারহাট মেডিকেল সেন্টার। 

বৃহস্পতিবার ১১ জুলাই দুপুরে বারইয়ারহাটস্থ খান সিটি সেন্টারের কনভেনশন হলে অনুষ্ঠিত  মতবিনিময় সভায় মেডিকেল সেন্টারের মার্কেটিং অফিসার কামরুল হোসেনের সঞ্চালনায় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন, দরদ পেইন ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. জোবায়ের হোসেন। 

এসময় তিনি প্রজেক্টরের মাধ্যমে মানব দেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের ব্যথার উপসম এবং ঐ সকল ব্যথা নিরাময়ের বিষয়ে আলোচনা করেন। আলোচনায় তিনি মাথা ব্যথা, কোমর ব্যথা, পিঠ, হাটু ব্যথাসহ, শারীরিক মানসিক সকল ব্যথা সম্পর্কে উপস্থিত সকলের প্রতি সচেতনতামূলক আলোচনা করেন। ব্যথা নিরাময় কিভাবে করা যায় এবং কি ধরণের চিকিৎসা গ্রহণ  করলে এ ব্যথা চিরতরে দূর হবে তাও আলোচনা করেন। 

অনুষ্ঠানে মেডিকেল সেন্টারের গাইনি চিকিৎসক আরজিনা আক্তার, মহিলাদের সন্তান প্রসবের সময় স্বাভাবিক ডেলিভারীতে ব্যথা ছাড়া ডেলিভারী করানোর চিকিৎসার বিষয়ে আলোচনা করেন। এসময় তিনি বলেন, সন্তান সম্ভবা মহিলাদের সকল দিক যদি ভালো থাকে তাহলে ৫০ ভাগ ব্যথা ছাড়া স্বাভাবিক ডেলিভারী করা সম্ভব। এজন্য তিনি স্থানীয় পল্লী চিকিৎসকদের সহায়তা কামনা করেন। অনুষ্ঠানে ঔষধ উৎপানকারী প্রতিষ্ঠান ইনসেপ্টার সিনিয়র এরিয়া ব্যবস্থাপক এ.এস.এম. ইখতেখার উদ্দিন, মহিলাদের সন্তান গর্ভ ধারণ থেকে ভূমিষ্ঠ করানো পর্যন্ত গ্যাস্ট্রিকের যে ঔষধ সরবরাহ করা হয় তা যেন মানসম্মত এবং গর্ভের শিশুর কোন প্রকার ক্ষতির কারণ না হয় সে ধরণের ঔষধ ব্যবস্থাপত্রে লেখার জন্য চিকিৎসকদের দৃষ্টি আকর্ষন করেন।

অনুষ্ঠানে মেডিকেল সেন্টারের সকল পরিচালক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উপস্থিত সকলে এক প্রীতি মধ্যাহ্ন ভোজে মিলিত হন।

জোরারগঞ্জ প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়