image

আজ, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯ ,


ঝুঁকিপূর্ণ জেনেও পাহাড় থেকে সরছে না মানুষ

ঝুঁকিপূর্ণ জেনেও পাহাড় থেকে সরছে না মানুষ

কক্সবাজার জেলায় বিভিন্ন পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাস করছে দুই লক্ষাধিক মানুষ। তারমধ্যে পৌরসভার অভ্যন্তরে অতি ঝুঁকি নিয়ে বসবাস করছে ৯শত ৯৮টি পরিবার। প্রতি বছর বর্ষা মৌসুমে পাহাড় ধ্বসে জান-মালের ব্যাপক ক্ষতির পরও ঝুকি’র মাঝেই এসব মানুষ বসবাস করে যাচ্ছে।

প্রতি বছর পাহাড় ধ্বসে প্রাণহানির সংখ্যা বাড়লেও সেদিকে কোন খেয়াল নেই ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী এসব মানুষের। ঝুঁকিতে থাকা এসব লোকজন বলছেন তাদের স্থায়ী নিরাপদ আশ্রয় নিশ্চিত করা না হলে পাহাড় ছাড়বেনা।

অন্যদিকে প্রশাসন বলছেন পাহাড় কারো ব্যক্তি মালিকানাধীন হতে পারেনা। যারা দখল করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আর জনগণের জান মাল রক্ষার্থে ঝুঁকিপূর্ন অবস্থায় থাকা লোকজনকে সরিয়ে ফেলা হবে। জান রক্ষার্থে প্রয়োজনে জোরপূর্বক সরানো হবে।

এদিকে গত ৪ দিন ধরে টানা বৃষ্টিতে যেকোন মুহুর্তে পাহাড় ধ্বসে মানবিক বিপর্যয় ও সম্পদের ক্ষয়ক্ষতি হওয়ার আশংকায় ঝুঁকিপুর্ণ বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। শহর সহ প্রতিটি উপজেলায় মাইকিং করে পাহাড়ে ঝুকি নিয়ে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ করা হচ্ছে।

সিপিভি ভলান্টিয়ার, রেডক্রিসেন্ট সোসাইটি, এনজিও সহ বিভিন্ন গ্রুপ ঝুকিপুর্ণ এলাকায় গিয়ে লোকজনকে সরিয়ে নিতে প্রস্তুত রয়েছে।

এদিকে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীরা বলছেন তাদের কোন থাকার স্থান না থাকায় পাহাড়ে ঝুঁকি জেনেও বসবাস করছে। সরকারের প্রতি তাদের দাবি বসবাসের জন্য নিরাপদ স্থায়ী স্থান দেওয়া হোক।

শহরের খাঁজা মঞ্জিলের পাহাড়ে অবস্থান করা রাবেয়া খাতুন জানান, গত ৯ বছর ধরে এই পাহাড়ে অবস্থান করছেন। প্রতি বছর বর্ষায় বৃষ্টি হলেই ভয় লাগে। কখননা পাহাড় ধ্বসে পড়ে। সরকার যদি আমাদের জন্য স্থায়ীভাবে নিরাপদ কোন আশ্রয়ের ব্যবস্থা করত তাহলে আর এই আতংকে থাকতে হতনা।’

পাহাড়তলী এলাকার নুরুল ইসলাম নামে এক ব্যক্তি জানান, ‘নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য মাকিং করলেও কিছু করার থাকছে না। ঝুঁকি থাকলেও পাহাড় ছাড়তে পারবনা। বউ-বাচ্চা নিয়ে কোথাও যাওয়ার জায়গা নেই। সুতরাং কাপালে যা আছে তাই হবে।’

পাহাড় কেন দখল করে আছে এমন প্রশ্নে নুরুল ইসলাম বলেন, তিনি এক প্রভাবশালীর কাছ থেকেই এই জায়গা কিনেছে। তার থাকার কোন জায়গা নেই তাই অল্প টাকায় পাহাড়ে উচুঁতে জায়গা কিনেছেন।

কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন জানান, কয়েকদিনের টানা বৃষ্টি পাহাড়ে ঝুঁকিপূর্ন পরিবেশ সৃষ্টি হয়েছে। যেকোন মুহুর্তে পাহাড় ধ্বসের আশংকা রয়েছে। তাই কেউ যাতে মানবিক বিপর্যয় ও সম্পদের ক্ষয়ক্ষতির শিকার না হয় সেই লক্ষ্যে জেলা প্রশাসকের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য মাইকিং অব্যাহত রয়েছে। লোকজনকে অনুরোধ করা হচ্ছে নিরাপদ স্থানে সরে যেতে। পরিস্থিতি বেশি ঝুঁকিপূর্ণ হলে প্রশাসন দিয়ে লোকজনকে সরিয়ে নেওয়া হবে। প্রয়োজনে উচ্ছেদ করা হবে পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা বসতি। 

পাহাড়ের পাদদেশে বা পাহাড়ের চুড়ায় অতি ঝুঁকি নিয়ে বসবাস করা পরিবারের জন্য একটি স্থানে অবকাঠামো তৈরি করে নিরাপদে সরিয়ে নিয়ে জীবন-জীবিকার একটি প্রস্তাবনা দাখিল করা হয়েছে বলেও জানান জেলা প্রশাসক। আর এসব পাহাড়ে বনায়ন করে পরিবেশ রক্ষার পাশাপাশি ঝুঁকিপুর্ণদের বিপর্যয় ও সম্পদের ক্ষতি থেকে রক্ষা করা যাবে বলে মনে করছেন সচেতন মহল।

সিভয়েস/এএস 
 

আরও পড়ুন

অর্থ আত্মসাতের অভিযোগে কক্সবাজারে প্রকল্প পরিচালক বরখাস্ত

দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে কক্সবাজার বিমানবন্দর বিস্তারিত

কক্সবাজারে ব্রিজের নিচে রোহিঙ্গা সন্ত্রাসীর গলাকাটা লাশ

কক্সবাজার শহরে একটি ব্রিজের নিচ থেকে নুর জাহান (২৫) ওরফে নুরা নামের এক বিস্তারিত

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা নিহত

কক্সবাজারের টেকনাফ উপজেলায় বিজিবির সঙ্গে মাদক ব্যবসায়ীদের বিস্তারিত

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা সন্ত্রাসী নিহত

কক্সবাজারের টেকনাফের শালবাগানে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বিস্তারিত

ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় প্রস্তুত কক্সবাজার

ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় জরুরি প্রস্তুতি সভা করেছে কক্সবাজার জেলা বিস্তারিত

কক্সবাজারে ইজতেমায় এক মুসল্লির মৃত্যু

কক্সবাজার শহরের ডায়াবেটিস পয়েন্টস্থ সমুদ্রের পাড়ে চলা ৩ দিনের জেলা বিস্তারিত

ঘূর্ণিঝড় ‌‘বুলবুল’: সেন্টমার্টিনে আটকে আছে ১২০০ পর্যটক

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে উত্তাল রয়েছে সমুদ্র। যার ফলে বন্ধ রয়েছে বিস্তারিত

ত্রাণ বরাদ্দের নামে প্রতারণা, ডিবির হাতে আটক ২

কক্সবাজারে ত্রাণ বরাদ্দের নামে উখিয়ার দুই ভাইস চেয়ারম্যান থেকে ২ লক্ষ ৪০ বিস্তারিত

রোহিঙ্গাদের সব ধরনের সহায়তা দেয়া হবে, প্রধানমন্ত্রীকে বিশ্বব্যাংক

বিশ্বব্যাংক গ্রুপের সফররত নির্বাহী পরিচালকরা আজ সোমবার জানিয়েছেন যে তারা বিস্তারিত

সর্বশেষ

স্মার্ট গ্রুপের বহরে যুক্ত হলো আরও একটি প্রতিষ্ঠান

দেশের স্বনামধন্য বেসরকারি শিল্প প্রতিষ্ঠান ‌স্মার্ট গ্রুপ অব বিস্তারিত

বিশ্ব খাদ্য সংস্থাকে অবাক করে দিয়েছে বাংলাদেশ : তথ্যমন্ত্রী

  আওয়ামী লীগের প্রচার, প্রকাশনা সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বিস্তারিত

সাতকানিয়ায় অধিক ফলনেও হাসি নেই কৃষকের মুখে

চলতি মৌসুমে আমনের অধিক ফলনেও সাতকানিয়া উপজেলার কৃষকদের মুখে হাসি নেই। বিস্তারিত

লামায় বালু উত্তোলন নিয়ে প্রশাসনের লুকোচুরি খেলা!

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে ব্রিজের নিচ থেকে বালু উত্তোলন নিয়ে বিস্তারিত

সর্বস্বত্ত্ব সংরক্ষিত, এই ওয়েব সাইটের যেকোন লিখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনি