Cvoice24.com


আন্তঃসংসদীয় ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানকে হারালেন বাংলাদেশের এমপিরা

প্রকাশিত: ০৫:৪৫, ১১ জুলাই ২০১৯
আন্তঃসংসদীয় ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানকে হারালেন বাংলাদেশের এমপিরা

বাংলাদেশ দলের সাংসদরা

বিশ্বকাপ ক্রিকেটের পাশাপাশি এখন ইংল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে আন্তঃসংসদীয় ক্রিকেট বিশ্বকাপ। প্রথম ম্যাচেই পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। গত বুধবার (১০ জুলাই) প্রথম ম্যাচে ১২ রানের ব্যবধানে বাংলাদেশের এমপিদের কাছে হারে পাকিস্তানের এমপিরা। বাংলাদেশ দলের নেতৃত্বে ছিলেন সাবেক অধিনায়ক ও প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়।

প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ সংসদীয় ক্রিকেট দল নির্ধারিত ১৫ ওভারে ৫ উইকেটে ১৩৫ রান সংগ্রহ করে। জবাবে পাকিস্তান সংসদীয় ক্রিকেট দল ১২৩ রানেই গুটিয়ে যায়। বুধবার বাংলাদেশ সময় দুপুর ২টায় লন্ডনের চিসউইক বার্লিংটন লেনে ম্যাচটি শুরু হয়।

আইসিসি বিশ্বকাপে ক্রিকেট খেলুড়ে আটটি দেশ আন্তঃসংসদীয় ক্রিকেট বিশ্বকাপে অংশ নিয়েছে। বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, আফগান্স্তিান, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা ও স্বাগতিক ইংল্যান্ড এই টুর্নামেন্টে অংশ নেয়।

‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে পাকিস্তান, সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ড। আর ‘এ’ গ্রুপে খেলবে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও শ্রীলংকা।

বাংলাদেশ সংসদীয় ক্রিকেট দলে রয়েছেন-
মোহাম্মদ শাহরিয়ার আলম , মোহাম্মদ জাহিদ আহসান রাসেল, নাজমুল হাসান পাপন , আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, এ এম নাইমুর রহমান দুর্জয়, নাহিম রাজ্জাক , , মোহাম্মদ আনোয়ারুল আজিম (আনার) , জুনায়েদ আহমেদ পলক, শেখ তন্ময় , ছোট মনির, আনোয়ারুল আবেদিন খান তুহিন, নুরুন্নবী চৌধুরী , মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, আহসান আদেলুর রহমান আদিল , মোহাম্মদ সানোয়ার হোসেন , মোহাম্মদ শফিকুল ইসলাম শিমুল, ফাহিম গুলান্দাজ বাবেল, মোহাম্মদ আয়েন উদ্দিন  এবং ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারি। 

বিশ্বের বিভিন্ন দেশের সংসদ সদস্যদের মাঝে আয়োজিত এই ক্রিকেট বিশ্বকাপের মূল উদ্দেশ্য ক্রিকেটের সাহায্যে বিভিন্ন দেশের সম্পর্ক আরো উন্নত করে তোলা। এমপিদের বিশ্বকাপের ফাইনাল শেষেও এমপিদের আরো কিছুদিন লন্ডনে অবস্থান করার কথা। জানা গেছে, সকল দলের এমপিরা ১৪ই জুলাই লর্ডসে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল দেখবেন একসাথে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের সঙ্গে।

সিভয়েস/আই


 

সিভয়েস ডেস্ক 

সর্বশেষ

পাঠকপ্রিয়