Cvoice24.com


তিউনিসিয়া উপকূলে নৌকাডুবি, ৩৭ বাংলাদেশি উদ্ধার

প্রকাশিত: ০৯:১৩, ১০ জুলাই ২০১৯
তিউনিসিয়া উপকূলে নৌকাডুবি, ৩৭ বাংলাদেশি উদ্ধার

ফাইল ছবি

লিবিয়া থেকে ইতালি যাওয়ার সময় ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের ডুবে যাওয়া একটি নৌকা থেকে ৩৭ জন বাংলাদেশিসহ ৭১ জনকে উদ্ধার করেছে তিউনিসিয়ার কর্তৃপক্ষ।  মঙ্গলবার (৯ জুলাই) দেশটির ন্যাশনাল গার্ডের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ন্যাশনাল গার্ডের মুখপাত্র হৌসেম এডেইন জেবালি বার্তা সংস্থা এএফপিকে জানান, নৌকাটি লিবিয়ার রাজধানী ত্রিপোলির জুওয়ারা থেকে যাত্রা শুরু করে। তিউনিসিয়ার কেরকেন্নাহ দ্বীপপুঞ্জের কাছে পৌঁছার পর এর তলায় ফুটো দেখা দেয়।

জেবালি আরও বলেন,নৌকায় থাকা অভিবাসনপ্রত্যাশীদের প্রত্যেককেই উদ্ধার করা গেছে এবং তারা নিরাপদে আছেন। তাদের মধ্যে ৩৭ জনই বাংলাদেশি। এ ছাড়া মরক্কোর আটজন, মিসরীয় আটজন, সাতজন আলজেরিয়ার, চারজন সুদানী, দুজন চাদের ও একজন তিউনিসীয় নাগরিক বলে এএফপিকে জানান ওই মুখপাত্র।

এর আগে গত সপ্তাহে তিউনিসিয়ার উপকূলে ৮৬ জন অভিবাসনপ্রত্যাশীসহ একটি নৌকা ডুবে যায়। আশঙ্কা করা হচ্ছে, ওই নৌকার বেশির ভাগ মানুষই নিহত হয়েছেন। তিউনিসিয়া কর্তৃপক্ষ এক অন্তঃসত্ত্বা নারী ও শিশুসহ এখন পর্যন্ত ১৬ জনের লাশ উদ্ধার করেছে।

সিভয়েস/আই

 

  
 

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়