Cvoice24.com


হোয়াইট হাউজেও বন্যার পানি

প্রকাশিত: ০৬:৫৪, ৯ জুলাই ২০১৯
হোয়াইট হাউজেও বন্যার পানি

ওয়াশিংটন ডিসিতে আকস্মিক বন্যায় আটকা পড়েছে গাড়ি

ভারী বৃষ্টিপাতে আকস্মিক বন্যার কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি। এছাড়া হোয়াইট হাউজের নিচতলার একটি দপ্তরের মেঝেতে পানি উঠেছে। খবর বিবিসি ও রয়টার্সের।

দেশটির আবহাওয়া অধিদপ্তর জানায়, সোমবারের রেকর্ড পরিমাণ ভারী বৃষ্টিপাতে এই অবস্থার সৃষ্টি হয়েছে। আবহাওয়া বিভাগ ৭৬ মিলিমিটার (৩ ইঞ্চি) বৃষ্টি রেকর্ড করার কথা জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবারের বৃষ্টিপাতে মাত্র এক ঘণ্টার মধ্যেই প্রতিদিনের বৃষ্টিপাতের রেকর্ড ভেঙে যায়। এতে করে নগরীর অনেক এলাকায় লোকজন আকস্মিক বন্যার মধ্যে গাড়িতে আটকা পড়ে।

ওয়াশিংটন ডিসিতে বসবাসরত সাধারণ জনগণকে উঁচু স্থানে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। সেইসঙ্গে গাড়ি নিয়ে রাস্তায় বের হওয়া বিপজ্জনক উল্লেখ করে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

সিভয়েস/আই

 

 

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়