Cvoice24.com


ভারতে এক্সপ্রেসওয়ে থেকে বাস খাদে পড়ে নিহত ২৯

প্রকাশিত: ০৬:১৬, ৮ জুলাই ২০১৯
ভারতে এক্সপ্রেসওয়ে থেকে বাস খাদে পড়ে নিহত ২৯

দুই ফ্লাইওভারের মাঝে ৪০ ফুট গভীর খাদে পড়ে যায় বাসটি

ভারতের আগ্রায় যমুনা এক্সপ্রেসওয়ে থেকে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ২৯ জন নিহত ও ১৬ জন আহত হয়েছে।
সোমবার ভোররাত সোয়া ৪টার দিকে আগ্রা জেলার ইতমাদপুর থানা এলাকায় যমুনা এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে বলে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, বাসটির চালক ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারানোর পর বাসটি সড়ক বিভাজকে ধাক্কা দিয়ে দুই ফ্লাইওভারের মাঝে ৪০ ফুট গভীর খাদে পড়ে যায়।

যমুনা এক্সপ্রেসওয়ের ভারপ্রাপ্ত সমন্বয়কারী মেজর (অব.) মনীষ সিং বলেন, 'অবস্থা দেখে মনে হচ্ছে গাড়ি চলন্ত অবস্থাতেই চালক ঘুমিয়ে পড়েছিলেন। বাসটি সড়ক বিভাজক ভেঙে যমুনা এক্সপ্রেসওয়ের দুই ফ্লাইওভারের মাঝে ৪০ ফুট গভীর খাদে পড়ে যায়।'

আগ্রার সিনিয়র পুলিশ সুপার বাবলু কুমার বলেন, আমাদের কয়েকটি দল উদ্ধার তৎপরতায় সম্পৃক্ত হয়েছে। এখন পর্যন্ত ২৯ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি জানান, লখনৌ থেকে দিল্লিগামী দ্বিতল বাসটিতে ৫০ জনের মতো যাত্রী ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সিভয়েস/আই

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়