Cvoice24.com


কুড়িয়ে পাওয়া 'লাখ টাকার সম্পদ' ফিরিয়ে দিলেন দিনমজুর

প্রকাশিত: ১৫:০৫, ৩ জুলাই ২০১৯
কুড়িয়ে পাওয়া 'লাখ টাকার সম্পদ' ফিরিয়ে দিলেন দিনমজুর

কুড়িয়ে পাওয়া 'লাখ টাকার সম্পদ' ফিরিয়ে দিলেন দিনমজুর। গতকাল জিমনোসিয়াম মাঠে ফুটবল খেলতে গিয়েছিলাম। যথারীতি খেলার অাগে মোবাইল অার মানি ব্যাগ ব্যাগে রেখেছিলাম। কিছুক্ষণ খেলার পর হঠাৎ ঝুম বৃষ্টি। খেলা হলো পণ্ড। ব্যাগটি নিয়ে বাসায় রওনা দিলাম। বিমান অফিস পর্যন্ত অাসার পর হঠাৎ মোবাইলে কল। ব্যাগ থেকে মোবাইল বের করে কথা বলে বলে ব্যাগের চেইন বন্ধ করতেছিলাম। বাসায় এসে ব্যাগ চেক করে দেখি সবকিছু ঠিকঠাক অাছে, নেই শুধু মানি ব্যাগ। চেইন বন্ধ করার সময়ে ব্যাগ থেকে মানি ব্যাগটি পড়ে যায় হয়তো। বাসা থেকে অাবার বের হয়ে যে জায়গায় চেইন খুলছিলাম, ওই জায়গায় গেলাম। কিন্তু মানি ব্যাগটি পেলাম না। .. তরপরের ঘটনা অাজকে রাতে কল করে মানি ব্যাগটি ফিরিয়ে দেন দিনমজুরের কাজ করা ইব্রাহিম খলিল। মানি ব্যাগে কয়েক হাজার টাকা ও এটিএম কার্ড ছিলো। যেমনটি রেখেছিলাম তেমনটি পেয়েছি। তবে কয়েক হাজার টাকা ও কয়েকটি ব্যাংকের কার্ড তেমন মহামারি কিছু না হলেও অামার কাছে ব্যাগটি লাখ টাকার সম্পদ। এতদিন নিউজে দেখতাম মহামানুষদের কথা, অাজকে তা বাস্তবে দেখলাম।

(ফেসবুক ওয়াল থেকে নেয়া স্ট্যাটাস)

জমির উদ্দিন

সর্বশেষ

পাঠকপ্রিয়