Cvoice24.com


মিরসরাইয়ে চোরাই জালসহ আটক ৩

প্রকাশিত: ১৪:৪৫, ২৫ জুন ২০১৯
মিরসরাইয়ে চোরাই জালসহ আটক ৩

মিরসরাই থেকে চুরি হওয়া প্রায় দেড় লাখ টাকার জাল উদ্ধার করেছে পুলিশ। এসময় জাল চুরির সাথে জড়িত তিন জনকে আটক করা হয়। মঙ্গলবার (২৫ জুন) দুপুরে সীতাকুন্ডের ফোজদারহাট সাইন বোর্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলো- সীতাকুন্ড উপজেলার রহমতনগর গ্রামের নূর ইসলামের পুত্র মো. লিটন উদ্দিন (২৮), মিরসরাই উপজেলার জগদীশপুর গ্রামের জয়নাল আবেদীনের পুত্র মো. ইউসুফ (২৪), একই উপজেলার কুরুয়া গ্রামের নূর নবীর পুত্র তছলিম উদ্দিন (২৫)।

মিরসরাই থানার সেকেন্ড অফিসার দীনেশ চন্দ্র দাশগুপ্ত জানান, গত ২২ জুন মিরসরাই উপজেলার করুয়া এলাকা থেকে প্রায় দেড় লাখ টাকার জাল চুরি হয়। পরে জালের মালিক হরি জলদাশ মিরসরাই থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর মিরসরাই থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। পরে মঙ্গলবার দুপুরে মিরসরাই থানার অফিসার ইনচার্জ জাহিদুল কবিরের নেতৃত্বে এস আই আমিনুল মুজাহিদ ও এএসআই ইমরান পাটোয়ারী সঙ্গীয় সীতাকুন্ডের ফোজদারহাট থেকে চোরাই জালসহ তিন জনকে আটক করে।

সিভয়েস/এএস

মিরসরাই প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়