Cvoice24.com


পুলিশ নিয়োগে ঘুষ লেনদেনের বিরুদ্ধে মাইকিং

প্রকাশিত: ১২:৩৩, ২৫ জুন ২০১৯
পুলিশ নিয়োগে ঘুষ লেনদেনের বিরুদ্ধে মাইকিং

ছবি সিভয়েস

‘যোগ্যতা থাকলে পুলিশের গর্বিত সদস্য হোন। তদবির করে কিংবা ধান্ধাবাজদের খপ্পরে পড়ে নিজের ও পরিবারের ক্ষতি করবেন না। কারণ পুলিশের চাকরি পেতে কোনো টাকা-পয়সা লাগে না। মাত্র ১০৩ টাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরি পাওয়া যাবে।’

পুলিশের কনস্টেবল নিয়োগে ঘুষ লেনদেন ও প্রতারণা থেকে বিরত থাকতে ফটিকছড়ি ও ভূজপুর থানা পুলিশের পক্ষ থেকে মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৫ জুন) উপজেলাব্যাপী মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়।

প্রথমবারের মতো চাকরির জন্য ঘুষ না দিতে সরকারের পক্ষ থেকে মাইকিং করায় অনেকেই বিস্মিত হয়েছেন।

এ ব্যাপারে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বাবুল আক্তার বলেন, পুলিশ নিয়োগে লেনদেন বা ঘুষ বাণিজ্য বন্ধ করতে সকাল থেকে বৃহত্তর ফটিকছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং ও লিফলেট বিতরণের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। যাতে পুলিশ কনস্টেবল নিয়োগে ঘুষের লেনদেন কেউ না করেন। পুলিশ সুপারের নির্দেশে সারা দেশের ন্যায় ফটিকছড়ি উপজেলায়ও মাইকিং, লিফলেট বিতরণ করা হচ্ছে বলে জানান ওসি।

-সিভয়েস/এসএ

ফটিকছড়ি প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়