প্রয়াত মুক্তিযোদ্ধা ছালেহ জহুরের স্মরণ সভায় মেয়র
‘ত্যাগের রাজনীতিতে ছালেহ জহুর অনন্য এক জীবনাদর্শ’

প্রকাশিত: ১৫:২৭, ২৪ জুন ২০১৯
 ‘ত্যাগের রাজনীতিতে ছালেহ জহুর অনন্য এক জীবনাদর্শ’

প্রয়াত মুক্তিযোদ্ধা ছালেহ জহুরের স্মরণ সভায় বক্তব্য রাখছেন মেয়র আ জ ম নাছির উদ্দিন

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, নিজের জীবনকে তুচ্ছ করে দেশ মাতৃকার স্বাধীনতা সূর্য ছিনিয়ে আনতে ছালেহ জহুরের মত লাখো বাঙালি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। জাতির শ্রেষ্ঠ সন্তান ছালেহ জহুরের মত মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগে আজ আমরা স্বাধীন সার্বভৌম জাতি। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক এক বদ্বীপ জন্ম নিয়েছে।  

সোমবার (২৪ জুন) বিকেলে হাশেম বাজার আতুরার ডিপো এলাকায় মুক্তিযোদ্ধা ছালেহ জহুর ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও প্রয়াত মুক্তিযোদ্ধা ছালেহ জহুরের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মুক্তিযোদ্ধা ছালেহ জহুর রাষ্ট্রের কাছে নিজের জন্য কিছু প্রত্যাশা করেননি। দেশ জাতির জন্য আজীবন অকাতরে বিলিয়ে গেছেন। আজকের প্রজন্মকে মুক্তিযোদ্ধা ছালেহ জহুরের জীবনাদর্শ অনুসরণ করতে হবে। 

মুক্তিযোদ্ধা ছালেহ জহুর ফাউন্ডেশনের সভাপতি মো. সোহেল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, আইন বিষয়ক সম্পাদক এড শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, আওয়ামী লীগ নেতা মো. এরফান, মো. এয়াকুব, বখতিয়ার উদ্দিন, কাজী রাশেদ আলী জাহাঙ্গীর, কাউন্সিলর মোবারক আলী, সংরক্ষিত কাউন্সিলর জেসমিন পারভীন জেসি, এম এ হাশেম, রফিউল হায়দার রফি, নারী নেত্রী মনেয়ারা পারু, আবদুল্লাহ আল মামুন, মো মিজান, সোহেল উদ্দিন প্রমুখ।

সিভয়েস/এএস

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়