Cvoice24.com


ট্রেন খালে পড়ে নিহত ৬, সিলেটের সঙ্গে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: ০৪:৪১, ২৪ জুন ২০১৯
ট্রেন খালে পড়ে নিহত ৬,  সিলেটের সঙ্গে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন

সিলেট থেকে ছেড়ে যাওয়া উপবন এক্সপ্রেস মৌলভীবাজারের কুলাউড়ায় দুর্ঘটনাকবলিত হয়েছে। এতে অন্তত ৬জন নিহত ও শতাধিক আহত হয়েছেন।
রোববার (২৩ জুন) রাত পৌনে ১২টার দিকে কুলাউড়া উপজেলার বরমচাল স্টেশনের পাশে বনশাইল নামক স্থানে সেতু ভেঙ্গে উপবন ট্রেনের পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে খালে পড়ে যায়। রাত ১০টায় সিলেট থেকে যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা হয় ট্রেনটি।

বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান। তিনি রাত আড়াইটায় ঘটনাস্থল থেকে জানান, পুলিশের একাধিক টিম ও ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট হতাহতদের উদ্ধারে কাজ করেছে। দ্রুত উদ্ধার করে তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

গুরুতর আহত ২০ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুরুল হক। অনেককে মৌলভীবাজার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালের ইমার্জেন্সি বিভাগ রাত সোয়া দুটায় জানায়, ট্রেন দুর্ঘটনায় আহত তিনজন হাসপাতালে ভর্তি হয়েছে।
দুর্ঘটনার ফলে সিলেটের সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার একটি সেতু ভেঙ্গে পড়ায় সিলেটের সাথে সারাদেশের সড়ক যোগাযোগও পাঁচদিন ধরে প্রায় বন্ধ রয়েছে। সিলেট-ঢাকা মহাসড়কে বাস চলাচল বন্ধ থাকায় ট্রেনে যাত্রী চাপ বেড়েছে।

সিভয়েস/এএইচ

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়