Cvoice24.com


কারাগারে বিশেষ সুবিধা চেয়ে ওসি মোয়াজ্জেমের আবেদন, কাল শুনানি

প্রকাশিত: ১৬:৫৩, ২৩ জুন ২০১৯
কারাগারে বিশেষ সুবিধা চেয়ে ওসি মোয়াজ্জেমের আবেদন, কাল শুনানি

কারাগারে বিশেষ সুবিধা (ডিভিশন) চেয়ে আবেদন করেছেন ফেনীর সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন। আগামীকাল সোমবার এ বিষয়ে  শুনানি হবে।

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন মোয়াজ্জেম হোসেন।

ওসি মোয়াজ্জেমের আইনজীবী ফারুক আহম্মেদ গণমাধ্যমকে জানান, গত ২০ জুন ঢাকার সাইবার ট্রাইব্যুনালে ওসি মোয়াজ্জেমের পক্ষে কারাগারে ডিভিশন পাওয়ার বিষয়ে আবেদন করা হয়। সে আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক আগামীকাল ২৪ জুন শুনানির জন্য দিন ধার্য করেছেন।

আইনজীবী জানান, ওসি মোয়াজ্জেম একজন গেজেটেট প্রথম শ্রেণির কর্মকর্তা। তাই আইন অনুযায়ী তিনি ডিভিশন পাওয়ার হকদার।

ওসি মোয়াজ্জেম ডিভিশন পেলে পছন্দের খাবার, বিছানা, দৈনিক পত্রিকা, চেয়ার-টেবিল, ড্রেসিং টেবিল, পছন্দের চিকিৎসকের কাছে চিকিৎসার সুবিধা পাবেন বলে জানান আইনজীবী ফারুক আহম্মেদ।

এর আগে গত ১৯ জুন ওসি মোয়াজ্জেমের জামিন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। আগামী ৩০ জুন এ মামলার অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে।

গত ৬ এপ্রিল ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলার লোকজন।

এর আগে ২৭ মার্চ নুসরাত অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ জানাতে সোনাগাজী থানায় যায়। থানার তৎকালীন ওসি মোয়াজ্জেম হোসেন সে সময় নুসরাতকে আপত্তিকর প্রশ্ন করে বিব্রত করেন এবং তাঁর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

পরবর্তী সময়ে ওই ঘটনায় ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাকায় অবস্থিত বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন ব্যারিস্টার সৈয়দ সাইয়্যেদুল হক সুমন। আদালতের নির্দেশে মামলটি তদন্ত করে ঢাকার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্ত শেষে গত ২৭ মে পিবিআই আদালতে প্রতিবেদন জমা দেয়। ওই দিনই মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন সাইবার  ট্রাইব্যুনাল। তারপর থেকেই পলাতক ছিলেন মোয়াজ্জেম। গত ১৬ জুন হাইকোর্টে জামিন নিতে আসার সময় তাঁকে গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ।

সিভয়েস/এএস

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়