Cvoice24.com


টেকনাফে 'বন্দুকযুদ্ধে' রোহিঙ্গাসহ ২ মানবপাচারকারী নিহত

প্রকাশিত: ০৫:১৯, ২৩ জুন ২০১৯
টেকনাফে 'বন্দুকযুদ্ধে' রোহিঙ্গাসহ ২ মানবপাচারকারী নিহত

প্রতীকি ছবি

কক্সবাজারের টেকনাফ সাবরাং এলাকায় পুলিশের সাথে 'বন্দুকযুদ্ধে' এক রোহিঙ্গাসহ দুই মানবপাচারকারী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় অস্ত্র ও গুলি।

রোববার (২৩ জুন) ভোরে সাবরাং এর কাটাবুনিয়ার সাকিনের নৌকার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধে নিহতরা হলেন, টেকনাফ নাইটং পাড়ার রশিদ আহম্মদের ছেলে রুবেল ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের হাবিবুল্লাহর ছেলে ওমর ফারুক।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কিছু রোহিঙ্গাকে মালয়েশিয়া পাচারের খবর পেয়ে পুলিশের একটি দল কাটাবনিয়া এলাকায় গেলে পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে মানবপাচারকারীরা। পুলিশও পাল্টা গুলি চালায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয় রুবেল ও ফারুককে। ওই গোলাগুলিতে পুলিশের ৩ সদস্যও আহত হয়। গুলিবিদ্ধ রুবেল ও ফারুককে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। আর ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় দুটি দেশীয় তৈরি বন্দুক, ১১ বাউন্ড কার্তুজ ও ১৮ রাউন্ড কার্তুজের খোসা। নিহতের মধ্যে রুবেল হলো  ৪৫ রোহিঙ্গা পাচার মামলার পলাতক আসামি।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সিভয়েস/আই

কক্সবাজার প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়