Cvoice24.com


আইসিটি মামলায় কারাগারে মহিলা দলনেত্রী লিটা

প্রকাশিত: ১২:৩৮, ২০ জুন ২০১৯
আইসিটি মামলায় কারাগারে মহিলা দলনেত্রী লিটা

তথ্য প্রযুক্তি আইনে দায়েরকৃত একটি মামলায় চট্টগ্রাম মহানগর জাতায়তাবাদী মহিলা দলের প্রচার সম্পাদক দেওয়ান মাহমুদা আক্তার লিটাকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার ঢাকা জেলা দায়রা জজ হেলাল উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

গত ২৮ জানুয়ারি ঢাকার কেরানীগঞ্জ মডেল থানায় পুলিশ বাদী হয়ে রাষ্ট্রের বিরুদ্ধে অপ্রপ্রচার, বিভিন্ন বাহিনী নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রচার করার দায়ে তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় গত ১৫ মে হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি ও মো. হায়দারুজ্জামানের দ্বৈত বেঞ্চ মহিলা দলের নেত্রী দেওয়ান মাহমুদা আক্তার লিটাকে ৪ সপ্তাহের আগাম জামিন দেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় বৃহস্পতিবার ঢাকা জেলা দায়রা জজ হেলাল উদ্দিনের আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

-সিভয়েস/এসএ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়