Cvoice24.com


চট্টগ্রামে সাড়ে চার হাজার মামলা বিচারাধীন

প্রকাশিত: ১৬:২৭, ১৮ জুন ২০১৯
চট্টগ্রামে সাড়ে চার হাজার মামলা বিচারাধীন

চট্টগ্রামে  ৪ হাজার ৬৩৪টি মামলা বিচারাধীন রয়েছে। মঙ্গলবার (১৮ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান আইনমন্ত্রী আনিসুল হক।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খানের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশের উচ্চ ও নিম্ন আদালতে ৩৫ লাখ ৮২ হাজার ৩৪৭ মামলা বিচারাধীন রয়েছে।’

এসবের মধ্যে ঢাকা জেলায় সর্বোচ্চ ৫ হাজার ৫০৯টি মামলা এবং পরবর্তীতে পর্যায়ক্রমে চট্টগ্রামে ৪ হাজার ৬৩৪টি, ময়মনসিংহে ২ হাজার ১৬৫টি, রাজশাহীতে ১ হাজার ৯৯৬ এবং বগুড়ায় ১ হাজার ৮৯৮টি মামলা বিচারাধীন রয়েছে।

মন্ত্রী আরও বলেন, আপিল বিভাগে ২১ হাজার ৮১৩টি বিচারাধীন মামলা রয়েছে। এর মধ্যে দেওয়ানি মামলা ১৪ হাজার ২৩টি, ফৌজদারি মামলা ৭ হাজার ৬৫৫টি এবং অন্যান্য মামলা ১৩৫টি।

এছাড়াও হাইকোর্ট বিভাগে ৫ লাখ ৬ হাজার ৬৬৪টি মামলার মধ্যে দেওয়ানি মামলা ৯৬ হাজার ১১৪টি, ফৌজদারি মামলা ৩ লাখ ১৭ হাজার ৪৪৩ এবং অন্যান্য মামলা ৯৩ হাজার ১০৭টি মামলা বিচারাধীন রয়েছে।

পাশাপাশি নিম্ন আদালতে ১৩ লাখ ২৮ হাজার ৬০০টি দেওয়ানি মামলা ও ১৭ লাখ ২৫ হাজার ২৭০টি ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে।

আইনমন্ত্রী বলেন, বিচারাধীন এসব মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সরকার বিচারকের সংখ্যা বৃদ্ধি, আদালতের আবকাঠামো উন্নয়ন, বিচারকদের প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে।

সরকারি দলের সদস্য হাজী মো. সেলিমের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সারাদেশের পারিবারিক আদালতে ৫৯ হাজার ৮৬০টি মামলা বিচারাধীন রয়েছে।

আনিসুল হক বলেন, মামলা নিষ্পত্তির লক্ষ্যে সরকার সাতটি সাইবার ট্রাইব্যুনাল, ১২২টি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত, ১৫৯টি যুগ্ম জেলা জজ আদালত, ১৯টি পরিবেশ আদালত এবং ছয়টি পরিবেশ আপিল আদালত প্রতিষ্ঠা করতে যাচ্ছে।

এছাড়াও একই প্রয়োজনে ৩৪৬ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পদ সৃষ্টির সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি।

সিভয়েস/এএস

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়