Cvoice24.com


২২ জুন ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন, ক্যাপসুল খাবে সাড়ে ৭ লাখ শিশু

প্রকাশিত: ১৫:২০, ১৮ জুন ২০১৯
২২ জুন ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন, ক্যাপসুল খাবে সাড়ে ৭ লাখ শিশু

ছবি সিভয়েস

আগামী শনিবার (২২ জুন) চট্টগ্রামের ১৪টি উপজেলায় লাখ ৫৮ হাজার ২৪২ জন শিশুকে ভিটামিনক্যাপসুল খাওয়ানো হবে। জাতীয় ভিটামিনপ্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে কর্মসূচি পালন করা হবে।

মঙ্গলবার (১৮ জুন) বিকেলে ৪টায় চট্টগ্রামে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেন সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী।

তিনি বলেন, মাস থেকে ১১ মাস বয়সী ৮৪ হাজার ৫০৭ জন শিশুকে একটি করে নীল রংয়ের ভিটামিনক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ছয় লাখ ৭৩ হাজার ৭৩৫ জন শিশুকে একটি লাল রংয়ের ভিটামিনক্যাপসুল খাওয়ানো হবে।

সিভিল আরো সার্জন বলেন, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার ১৪টি উপজেলার ২০০টি ইউনিয়নের চার হাজার ৮৩০টি কেন্দ্রে ভিটামিনক্যাপসুল খাওয়ানো হবে।

ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রমে সরকারি স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি নয় হাজার ৬৬০ জন স্বেচ্ছাসেবক থাকবেন

ওইদিন স্বাস্থ্যকর্মীরা ক্যাপসুল খাওয়ানোর পাশাপাশি অভিভাবকদের প্রতি শিশুকে ছয় মাস পর্যন্ত বুকের দুধ খাওয়ানো, লাল-হলুদ-সবুজ রংয়ের ফলমূল, শাক-সবজি খাওয়ানোর পরামর্শ দেবেন।

-সিভয়েস/এমআইএম/এসএ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়