Cvoice24.com


নাইক্ষ্যংছড়িতে অবৈধভাবে উত্তোলিত পাথর জব্দ

প্রকাশিত: ১৩:৫৭, ১৮ জুন ২০১৯
নাইক্ষ্যংছড়িতে অবৈধভাবে উত্তোলিত পাথর জব্দ

নাইক্ষ্যংছড়িতে অবৈধভাবে উত্তোলিত পাথর জব্দ

নাইক্ষ্যংছড়িতে বিপুল পরিমাণ অবৈধ উত্তোলিত পাথর জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার(১৮ জুন) বিকেলে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বিভিন্ন পাহাড়ি ঝিরি ঝরণা থেকে উত্তোলিত এসব পাথর জব্দ করা হয়। নাইক্ষ্যংছড়ির বৈদ্য ছড়া হয়ে পার্শ্ববর্তী উখিয়ার পাতাবাড়ি এলাকার রাস্তা দিয়ে পাচার করার উদ্দেশ্যে এসব পাথর মজুদ করে রাখা হয়েছিল।

আরো পড়ুন ঃ প্রশাসনের নীরবতায় অবৈধ ৬ লক্ষ ঘনফুট পাথর মজুদ

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহি অফিসার ও পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে এসব পাথর জব্দ করা হয়। 

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি জানান, বিভিন্ন পাহাড়ি ঝিরি ঝরণা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করে মজুদ করে পাচারকারীরা। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। 

সিভয়েস/এএস

বান্দরবান প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়