Cvoice24.com


দুই দিনেও খোঁজ মেলেনি সাকিবের

প্রকাশিত: ০৭:৪৮, ১৮ জুন ২০১৯
দুই দিনেও খোঁজ মেলেনি সাকিবের

দুদিন পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি সাউথ পয়েন্ট স্কুলের নবম শ্রেণির ছাত্র সাকিব সাহাবের (১৫)। সাকিবের সন্ধানে নগরীর পাঁচলাইশ থানা পুলিশের পাশাপাশি কাজ করছে কাউন্টার টেররিজম ইউনিটও। 

মামলার তদন্ত কর্মকর্তা পাঁচলাইশ থানার এএসআই ইমাম হোসেন মঙ্গলবার (১৮ জুন) সিভয়েসকে জানিয়েছেন, সাকিব নিখোঁজ হওয়াত সম্ভাব্য সব কারণ মাথায় রেখে আমরা তদন্ত কাজ করছি। একই বিষয় নিয়ে কাউন্টার টেররিজম ইউনিটও কাজ করছে। তবে এখনো পর্যন্ত বলার মত কোন অগ্রগতি নেই। তিনি বলেন, আমরা স্কুলের ও আশেপাশের সিসিটিভি ফুটেজগুলো সংগ্রহ করেছি। সেগুলো নিয়ে কাজ করছি। 

উল্লেখ্য, রোববার (১৬ জুন) থেকে নিখোঁজ হন সাকিব সাহাব। সাকিব নাসিরাবাদ হাউজিং সোসাইটি এলাকায় অবস্থিত সাউথ পয়েন্ট স্কুলের শিক্ষার্থী। প্রতিদিনের মতো বোনের সাথে স্কুল এলেও স্কুল ছুটির পর থেকে নিখোঁজ সে। 

এদিকে সাকিবের পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত ছয় মাস আগে সৌদি আরব থেকে বাংলাদেশে আসে সাকিব। সে দীর্ঘদিন সৌদি আরব ছিল। চট্টগ্রামের তেমন কিছুই সে চিনে না। সাকিবের নিখোঁজ হওয়ার বিষয়ে পাঁচলাইশ থানায় একটি জিডি করেছেন তারা।

সিভয়েস/এটিআই/এএইচ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়