Cvoice24.com

ইসলামি সম্মেলনে যোগ দিতে
রাষ্ট্রীয় সফরে আফগানিস্তান যাচ্ছেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন মহাসচিব-পরিচালক

প্রকাশিত: ১২:০৫, ১৭ জুন ২০১৯
 রাষ্ট্রীয় সফরে আফগানিস্তান যাচ্ছেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন মহাসচিব-পরিচালক

রাষ্ট্রীয় আমন্ত্রণে আফগানিস্তান যাচ্ছেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবেদ আলী ও পরিচালক অধ্যাপক ড. মাসুম চৌধুরী। সোমবার (১৭ জুন) রাতে এমিরাত এয়ারলাইনসের একটি ফ্লাইটে তারা দেশ ছাড়বেন।

আফগানিস্তান অবস্থানকালে বিশ্বের ৭০ টি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে ইমামে আজম হজরত আবু হানিফা (রাঃ) এর জীবন কর্ম ও অবদান বিষয় একটি ইসলামি সম্মেলনে আলোচক হিসেবে অংশগ্রহণ করবেন এই দুই মানবাধিকার সংগঠক ও ইসলামি গবেষক।

এছাড়া সার্ক মানবাধিকার ফাউন্ডেশন আফগানিস্তান নেতৃত্বেবৃন্দের সাথে আলোচনা সভা ও আফগানিস্তানের নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ এর কথা রয়েছে তাদের।

৩দিনের সফর শেষে আগামী ২২ জুন তারা দেশে ফিরবেন।

অধ্যাপক আবেদ আলী ও ড.মাসুম চৌধুরী ইতিপূর্বে ইরাক,ইরান,সৌদিআরব,সিংজ্ঞাপুর,মালোয়শিয়া, ভূটান , নেপাল, ভারত, দুবাই সহ বিশ্বের বিভিন্ন দেশ সফর করেন।

সিভয়েস/এএস

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়