Cvoice24.com


বান্দরবানে জগন্নাথ স্নান যাএার মধ্য দিয়ে রথযাত্রা শুরু

প্রকাশিত: ১১:৪১, ১৭ জুন ২০১৯
বান্দরবানে জগন্নাথ স্নান যাএার মধ্য দিয়ে রথযাত্রা শুরু

বান্দরবানে আটদিন ব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে। সোমবার বান্দরবান দূর্গা মন্দির কমিটির আয়োজনে শুরু হয় এ রথযাত্রা।

প্রতিবছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ উৎসব শুরু হয়।  ৪ জুন রথযাএার মাধ্যমে শুরু হয়ে আগামী ১১ জুন উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হয় এই ধর্মীয় উৎসব। 

সকাল থেকে দিনব্যাপি বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয়েছে রথ স্নান যাত্রার মূল অনুষ্ঠানমালা। এ উপলক্ষে  হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, পদাবলি কীর্তন, আরতি কীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান, ভগবত গীতা পাঠের আয়োজন করা হয়।

রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি কানু দাশ ও সাধারণ সম্পাদক জনী সুশীল জানান, এবার  রথযাত্রা উদযাপন কমিটি রথযাত্রা উৎসবের দিন বিভিন্ন মাঙ্গলিক কর্মসূচির আয়োজন করেছে। ভক্তবৃন্দের নিরাপত্তার স্বার্থে প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অনুষ্ঠানটি খুব সুন্দর করে সাজিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করতে পারবে বলে তিনি আশা করছেন।

সিভয়েস/এএস

 

বান্দরবান প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়