শাই হোপ-এভিন লুইসের জুটি ভাঙলেন সাকিব

প্রকাশিত: ১১:২৭, ১৭ জুন ২০১৯
শাই হোপ-এভিন লুইসের জুটি ভাঙলেন সাকিব

উইন্ডিজের দুই ব্যাটিং স্তম্ভ শাই হোপ-এভিন লুইসের জুটি ভাঙলেন টাইগার স্পিনার সাকিব আল হাসান। দলীয় ১২২ রানে তার বলে সাব্বির রহমানের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরেন লুইস। আউট হওয়ার আগে ৬৭ বলে ৭০ রান করেন তিনি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ক্যারিবিয়দের সংগ্রহ ২৫ ওভারে ২ উইকেটে ১২২ রান। মাঠে অপরাজিত আছেন শাই হোপ (৪৪ রান) ও নিকোলাস পুরান (০ রান)।

সোমবার (১৭ জুন) টনটনের কুপার এসোসিয়েট গ্রাউন্ডে টস জিতে উইন্ডিজকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। সরাসরি সম্প্রচার করছে বিটিভি, মাছরাঙা চ্যানেল ও গাজী টিভি।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি উইন্ডিজ। দলীয় ৬ রানেই ক্যারিবিয় ব্যাটিং দানব ক্রিস গেইলকে হারায় তারা। টাইগার বোলার মোহাম্মদ সাইফুদ্দিনের বলে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে সাজঘরে ফিরে যান গেইল।

দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা হয়েছে টাইগারদের। তবে এরপর দুই ম্যাচেই হেরেছে বাংলাদেশ আর একটি ম্যাচ পরিত্যক্ত। তাই তো চার ম্যাচ শেষে বাংলাদেশের মোট পয়েন্ট ৩।

এদিকে বিশ্বকাপে চার ম্যাচ খেলে ফেলেছে উইন্ডিজ। ১ জয়, ২ হার ও ১ পরিত্যক্ত হওয়ার স্বাদ পেয়েছেন ক্যারিবিয়রা। তাদের সংগ্রহে আছে ৩ পয়েন্ট।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল, সৌম্য সরকার,সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান।

উইন্ডিজ একাদশ

ক্রিস গেইল, এভিন লুইস, সাই হোপ, ডারেন ব্রাভো, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার, শেলডন কটরেল, ওশানে থমাস, শ্যানন গ্যাব্রিয়েল।

সিভয়েস/এএস

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়