Cvoice24.com

চিটাগাং চেম্বারের মতবিনিময় সভায়
ভারত-বাংলাদেশ এখন সোনালি অধ্যায় পার করছে : ভারতীয় হাইকমিশনার

প্রকাশিত: ১০:৫৪, ১৭ জুন ২০১৯
ভারত-বাংলাদেশ এখন সোনালি অধ্যায় পার করছে : ভারতীয় হাইকমিশনার

চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী

ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাশ বলেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। আগামীতেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। বাংলাদেশের অর্থনীতিতে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভারত-বাংলাদেশের সম্পর্ক নতুন পর্যায়ে এসেছে। দুই দেশের সম্পর্ক এখন সোনালি অধ্যায় পার করছে। 

সোমবার (১৭ জুন) আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

হাইকমিশনার আরও বলেন, মাস্টারদা সূর্য সেনসহ অনেক কারণে চট্টগ্রামের ঐতিহ্য সুপ্রাচীন। ভাষা, কৃষ্টি, ম্যান টু ম্যান যোগাযোগ ইত্যাদি দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করছে।

চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, ১৯৭১ সালে যখন এদেশে পাকিস্তানিরা হায়েনার মতো ঝাঁপিয়ে পড়েছিল তখন অকৃত্রিম বন্ধুত্বের হাত বাড়িয়েছিল প্রতিবেশী দেশ ভারত।  তিনি বলেন, সেভেন সিস্টার রাজ্যগুলোর সঙ্গে ব্যবসা বাণিজ্য বাড়াতে সড়ক, নৌ, রেলপথের কানেকটিভিটি বাড়াতে হবে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে হবে। চট্টগ্রাম বন্দরকে ঘিরে বাংলাদেশের অর্থনীতি। ৯৮ শতাংশ কনটেইনার এ বন্দর দিয়ে পরিবাহিত হয়। শেখ হাসিনার সরকার ১০০ ইকোনমিক জোন করছে। মিরসরাইয়ে হচ্ছে বঙ্গবন্ধু শিল্পনগর। যেখানে ওয়ান স্টপ সার্ভিস পাবেন বিনিয়োগকারীরা। ভারতের ব্যবসায়ীরা এখানে শিল্পকারখানা গড়ে তুলতে পারবেন। আশাকরি তারা লাভবান হবেন।

এসময় উপস্থিত ছিলেন ভারতের সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জি, সুপ্রভাত বাংলাদেশ সম্পাদক রুশো মাহমুদ, দৈনিক পূর্বকোণের পরিচালনা সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার এম ফখরুল আলম, জাপানের অনারারি কনসাল মো. নুরুল ইসলাম, প্রকৌশলী আলী আশরাফ, চেম্বারের পরিচালক একেএম আকতার হোসেন, সৈয়দ ছগীর আহমদ, অহিদ সিরাজ চৌধুরী স্বপন, সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ, চট্টগ্রাম ক্লাবের সাবেক সভাপতি আবু তৈয়ব, আলী হোসেন আকবর আলী, চট্টগ্রাম উইম্যান চেম্বারের সহ-সভাপতি ড. মুনাল মাহবুব প্রমুখ।

 সিভয়েস/এএস

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়