Cvoice24.com


হাটহাজারীতে নিষেধাজ্ঞা না মেনে মাছ শিকার : এক ব্যক্তির সাজা

প্রকাশিত: ০৯:৩৪, ১৭ জুন ২০১৯
হাটহাজারীতে নিষেধাজ্ঞা না মেনে মাছ শিকার : এক ব্যক্তির সাজা

ছবি: সিভয়েস

হাটহাজারীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে মো. আলমগীর (৪৮) নামে এক ব্যাক্তিকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৬জুন) দিবাগত রাতে  উত্তর মাদার্শা এলাকায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুহুল আমিন এ কারাদণ্ড প্রদান করেন।
কারাদণ্ডপ্রাপ্ত আলমগীর উপজেলার উত্তর মাদার্শা এলাকার মৃত গুরা মিয়ার ছেলে।

ইউএনও রুহুল আমিন বলেন, স্থানীয় চেয়ারম্যান, ইউপি সদস্যসহ স্থানীয়দের অভিযোগের পর রোববার রাতে ঘটনাস্থলে গিয়ে মাছ শিকারের জন্য ১ হাজার মিটার পাতানো জাল, নৌকা, বৈঠা পাওয়া যায়। পাশাপাশি তাৎক্ষণিক  অভিযান চালিয়ে তার ঘর থেকে ৫ হাজার মিটার জাল জব্দ করা হয়। তিনি আরও বলেন, স্থানীয়দের অভিযোগ তিনি আইনকে তোয়াক্কা না করে  দুই বছর ধরে বিভিন্ন সময়ে অবৈধভাবে হালদা থেকে মাছ শিকার করেছেন। 
তাই মৎস্য আইনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অপরাধে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে তাকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়।

হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন সত্যতা স্বীকার করে বলেন, ভ্রাম্যমাণ আদালতে এক মাসের কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি এখন থানায় আছে। তাকে আদালতে পাঠিয়ে দেয়া হবে।

সিভয়েস/আই
 

হাটহাজারী প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়