Cvoice24.com


ঈদগাঁওয়ে ‘মাদক ব্যবসায়ীর’ গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রকাশিত: ১৬:৪০, ১৬ জুন ২০১৯
ঈদগাঁওয়ে ‘মাদক ব্যবসায়ীর’ গুলিবিদ্ধ লাশ উদ্ধার

কক্সবাজারের ঈদগাঁও ঈদগড় সড়কে গুলিবিদ্ধ অবস্থায় রফিকুল ইসলাম নামে একজনের লাশ উদ্ধার হয়েছে। পুলিশ ধারণা করছে নিহত রফিকুল ইসলাম মাদকব্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৬ জুন) সকালে ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালা নামক স্থানে একটি গুলিবিদ্ধ লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি এলজি এবং ইয়াবাও উদ্ধার করে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই আবু বক্কর ছিদ্দিক ।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যক্তি জানান রফিকুল ইসলাম গোয়েন্দা পুলিশ ডিবির সাথে বন্দুকযুদ্ধে মারা গেছে। 

অসমর্থিত একটি সূত্রে জানা গেছে, নিহত রফিকুল ইসলাম পাহাড়ে অপহরণ বানিজ্যে জড়িত ছিল। তাছাড়া  মাদক, ডাকাতি, ছিনতাইসহ ১০/১২ টি মামলা ছিল বলে ওই সূত্রে জানা গেছে। তাকে আটকের পর স্বীকারোক্তি মোতাবেক ঈদগড় পাহাড়ে অভিযানে গেলে আগে থেকে উৎপেতে থাকা রফিকুল ইসলামের সাঙ্গপাঙ্গরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর গুলি চালায়। আত্মরক্ষার্থে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীও গুলি চালায় বলে জানা যায়। 

এক পর্যায়ে রফিকুল ইসলাম নামের এক মাদক কারবারি ও অপহরণকারীর মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে কক্সবাজারের ডিবির ওসি হুমায়ুন কবিরের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কল রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সিভয়েস/এএস

ঈদগাঁও প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়