Cvoice24.com


বাংলাদেশ-ভারতের মধ্যে সোনালি অধ্যায় চলছে: রিভা গাঙ্গুলী

প্রকাশিত: ১৪:২৬, ১৬ জুন ২০১৯
বাংলাদেশ-ভারতের মধ্যে সোনালি অধ্যায় চলছে: রিভা গাঙ্গুলী

মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ

ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে এখন সোনালি অধ্যায় চলছে। বাংলাদেশে হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে ভারত। ভবিষ্যতে আরও উন্নয়নকাজে অংশ নিতে আগ্রহী। ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণেই তা সম্ভব হচ্ছে।

রোববার (১৬ জুন) ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার দরবার শরিফে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

ফটিকছড়ির সাংসদ আলহাজ্ব নজিবুল বশর মাইজভাণ্ডারীর সভাপতিত্বে মতবিনিময় সভায়  উপস্থিত ছিলেন সহকারি হাই কমিশনার অনিদ্য ব্যনার্জী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সায়েদুল আরেফিন, সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, উপজেলা চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ আবু তৈয়ব, সাবেক উপজেলা চেয়ারম্যান এম তৌহিদুল আলম বাবু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুজিবুল হক চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আক্তার।


চেয়ারম্যান এম সোলাইমানের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মোহাম্মদ বাকের, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা এডভোকেট বাসন্তী প্রভা পালিত, রিফাত আক্তার নিশু, তরিকত ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা সৈয়দ তৈয়বুল বশর মাইজভাণ্ডারী, অধ্যক্ষ নুরুল হুদা, জাতীয় পার্টি নেতা আফসার উদ্দীন চৌধুরী, হিন্দু-বৈদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাস্টার রতন কান্তি চৌধুরী, আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান স্বপন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, আমান উল্লাহ চৌধুরী লিটন, শাহ আলম সিকদার, চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, শাহনেওয়াজ চৌধুরী, জানে আলম, রশিদ উদ্দীন চৌধুরী কাতেব, আবু তালেব চৌধুরী, ওহিদুল আলম, ইকবাল হোসেন চৌধুরী, হারুনুর রশিদ ইমন, একেএম সরোয়ার হোসেন স্বপন, সরওয়ার উদ্দীন চৌধুরী শাহীন, শোয়েব আল সালেহীন, মুহাম্মদ ইব্রাহীম, সোহরাব হোসেন সৌরভ প্রমুখ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভাশেষে দ মাইজভাণ্ডার দরবার শরীফের বিভিন্ন রওজা শরীফ জেয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা শ্রদ্ধা জানান ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ।

এরআগে পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড়ে নির্মিতব্য স্থলবন্দর ও নির্মাণাধীন ফেনী নদীর ওপর ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু পরিদর্শন যান তিনি।

ফটিকছড়ি প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়