Cvoice24.com


সেনা পদোন্নতিতে ৫ গুণ বিবেচনার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ০৮:৩৭, ১৬ জুন ২০১৯
সেনা পদোন্নতিতে ৫ গুণ বিবেচনার আহ্বান প্রধানমন্ত্রীর

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনা সদস্যদের পদোন্নতির ক্ষেত্রে পাঁচটি গুণ বিবেচনা করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।
রোববার সকালে ঢাকা সেনানিবাসে সেনাসদর নির্বাচনী পর্ষদের বৈঠকে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস, নেতৃত্ব, পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও আনুগত্য বিবেচনা করে সেনা সদস্যদের পদোন্নতি দিতে হবে।’
তিনি বলেন, সেনা সদস্যদের মনোবল বৃদ্ধিতে সরকার সম্প্রসারণ ও কল্যাণমুখী পদক্ষেপ নিয়েছে।
এ সময় একটি আধুনিক ও যুগোপযোগী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকারের নেয়া বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন সরকারপ্রধান।

একইসঙ্গে তিনি সেনাবাহিনীকে দেশপ্রেম, সততা, বিশ্বস্ত ও আনুগত্য বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান।
গণতন্ত্রকে সুসংহত করতে সুশৃঙ্খল ও শক্তিশালী সেনাবাহিনী সহায়ক ভূমিকা পালন করে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

সিভয়েস/আই


 
 

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়