Cvoice24.com


ভোক্তা অধিকারকে ২ মাসের মধ্যে হট লাইন চালুর নির্দেশ

প্রকাশিত: ০৭:২৫, ১৬ জুন ২০১৯
ভোক্তা অধিকারকে ২ মাসের মধ্যে হট লাইন চালুর নির্দেশ

ফাইল ছবি

০১৭৭৭৭৫৩৬৬৮ নম্বরটি চালু রাখার পাশাপাশি ২৪ ঘন্টার জন্য নতুন হট লাইন চালু করতে বলেছেন আদালত। দুই মাসের মধ্যে ভোক্তা অধিকারকে এই হট লাইন চালুর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া শুধু ঈদ বা রোজাতেই নয়, সারাবছর  ঢাকাসহ গ্রামের হাট বাজারেও তাদের অভিযান চালাতে বলেছেন আদালত।
রোববার (১৬ জুন) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন। শুধু চিঠি ইস্যু করে বসে না থেকে ভোক্তা অধিকারকে মাঠে নেমে কাজ করারও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এর আগে সকালে আদালতে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চান নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুল হক।বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পরীক্ষায় অকৃতকার্য হওয়া নামি-দামি কোম্পানি ও প্রতিষ্ঠানের নিম্নমানের (সাবস্ট্যান্ডার্ড) ৫২ পণ্য বাজার থেকে দ্রুত সরাতে না পারার ব্যাখ্যা দিতে রোববার  সকালে আদালতে হাজির হন মাহফুজুল হক। পণ্যগুলো বাজার থেকে সরিয়ে নিতে ব্যর্থ হওয়ায় তিনি নিঃশর্ত ক্ষমা চান তিনি।

সিভয়েস/আই
 

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়