Cvoice24.com


ওমানে ঈদ উদযাপন

প্রকাশিত: ০৪:৪৪, ৫ জুন ২০১৯
ওমানে ঈদ উদযাপন

ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ওমানে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হচ্ছে। ওমানের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় মাস্কাট গ্রান্ড মসজিদে। এছাড়াও রাজধানী মাস্কাটসহ ওমানের বিভিন্ন শহরে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। এতে অংশ নেন প্রবাসী বাংলাদেশিসহ বিশ্বের বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসুল্লিরা।

ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। কিন্তু জীবিকার তাগিতে পরিবার পরিজন ছেড়ে ভিনদেশে ঈদ উদযাপন করতে হচ্ছে এসব প্রবাসী বাংলাদেশিদের। তবে এর মধ্যেও ঈদ আনন্দ ভাগাভাগি করেন তারা।

স্থানীয় সময় বুধবার (০৫ জুন) সকাল ৬টা ৫ মিনিটে মাস্কাটের সুলতান কাবুস গ্রান্ড মসজিদে বৃহত্তম জামাত অনুষ্ঠিত হয়। এতে দূর-দুরান্ত থেকে মুসুল্লিরা এসে নামাজ আদায় করেছেন।

উল্লেখ্য, বাংলাদেশের থেকে ওমানের ঈদের নামাজের ভিতর কিছু ভিন্নতা দেখা গেছে। ওমানে ১২ তাকবীর এর নামাজ আদায় করা হয়েছে। সাধারণত বাংলাদেশে ৬ তাকবীর এর সাথে ঈদের নামাজ আদায় করা হয়।

সিভয়েস/এএস
 

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়