Cvoice24.com


টস জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড

প্রকাশিত: ০৯:৫৭, ১ জুন ২০১৯
টস জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড

ফাইল ছবি

২০১৯ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা। শনিবার (১ জুন) কার্ডিফের ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচ শুরু হয়।

আজকের নিজেদের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ড একাদশে চোটের কারণে নেই পেসার টিম সাউদি। হেনরি নিকোলসও একই সমস্যায় থাকতে পারেননি। পেস আক্রমণ শক্তিশালী করায় কিউইদের একাদশে বিশেষজ্ঞ স্পিনার কেবল মিচেল স্যান্টনার।

এদিকে পেস আক্রমণে শক্তি বাড়িয়েছে শ্রীলঙ্কাও। তাদের একাদশে চার পেসার- লাসিথ মালিঙ্গা, থিসারা পেরেরা, ইসুরু উদানা ও সুরঙ্গা লাকমাল।

২০১৫ সালের মতো এবারের বিশ্বকাপেও নিজেদের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। লঙ্কানরাও এই ম্যাচ দিয়েই শুরু করতে যাচ্ছে এবারের আসর।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, টম ল্যাথাম (উইকেটরক্ষক), জিমি নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুণারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমানে, কুশল পেরেরা (উইকেটরক্ষক), কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুজ, ধনাঞ্জয় ডি সিলভা, জীবন মেন্ডিস, থিসারা পেরেরা, ইসুরু উদানা, সুরঙ্গা লাকমাল, লাসিথ মালিঙ্গা।

সিভয়েস/এইউ

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়