Cvoice24.com


চসিককে ১০ কোটি টাকা হোল্ডিং ট্যাক্স দিল রেলওয়ে

প্রকাশিত: ১১:১৪, ২৮ মে ২০১৯
চসিককে ১০ কোটি টাকা হোল্ডিং ট্যাক্স দিল রেলওয়ে

ছবি সিভয়েস

গৃহকর বাবদ চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে ১০ কোটি টাকা প্রদান করেছে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল। আজ মঙ্গলবার বিকালে মেয়র দপ্তরে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় কর্মকর্তাগণ উপস্থিত হয়ে সিটি মেয়র নাছির উদ্দিনের কাছে প্রদত্ত হোল্ডিং ট্যাক্স বাবদ একটি চেক হস্তান্তর করেন। বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল প্রধান প্রকৌশলী আবদুল জলিল মেয়রের কাছে এই চেক তুলে দেন।

এসময় চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো সামসুদ্দোহা, মেয়রের একান্ত সচিব মুফিদুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের প্রকৌশলী তরুণ কান্তি বালা, চসিক রাজস্ব কর্মকর্তা মো নাছির, স্টেট অফিসার  এখলাস উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

চসিক রাজস্ব সূত্র জানায় , ১৯৮৬-৮৭ অর্থ বছর থেকে ২০০৪-০৫ অর্থ বছর পর্যন্ত রেলওয়ে পূর্বাঞ্চলের কাছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বকেয়া কর দাবি ছিল ৩২ কোটি ৩১ লাখ ৩১ হাজার ৮৫৭ টাকা। তবে আন্তঃ মন্ত্রণালয়ের বৈঠকে এই বকেয়া কর মওকুপের ব্যাপারে রেলওয়ে প্রস্তাব করেছিল। ২০০৫-০৬ অর্থ বছর থেকে ২০১৭-১৮ অর্থ বছর চলতি অর্থ বছরের হাল দাবি কোটি ১৩ লাখ ৪৪ হাজার ৯৪১ টাকাসহ মোট দাবি ৪৮ কোটি ৬৪ লাখ ৭৭ হাজার ৫৪২ টাকা। সর্বমোট দাবি ৮০ কোটি ৯৬ লাখ ০৯ হাজার ৩৯৯ টাকা। এর মধ্যে চসিককে আজ ১০ কোটি টাকা প্রদান করল বাংলাদেশ রেলওয়ে।

-সিভয়েস/ইউডি/এসএ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়