Cvoice24.com

ষোলশহর ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিলে আবু সুফিয়ান
‘সংস্কারহীন সড়ক ও দূর্বল ব্যবস্থাপনার জন্য নগরীতে যানজটের অসহনীয় চিত্র’

প্রকাশিত: ১৪:৫৩, ২৫ মে ২০১৯
‘সংস্কারহীন সড়ক ও দূর্বল ব্যবস্থাপনার জন্য নগরীতে যানজটের অসহনীয় চিত্র’

মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ান বলেছেন, নগরীতে সংস্কারহীন সড়ক ও দূর্বল ট্রাফিক ব্যবস্থাপনার জন্য যানজটের এই অসহনীয় চিত্র। ত্রুটিপূর্ণ ট্রাফিক সিস্টেম ও প্রশাসনের নির্লিপ্ততার কারণে যানজটে বেহাল দশা চট্টগ্রামবাসীর। সংস্কারহীন সড়ক ও দূর্বল ট্রাফিক ব্যবস্থাপনার কারনে যানজটের এই অসহনীয় চিত্র। বন্দরনগরী চট্টগ্রাম এখন যানজটের শহরে পরিণত হয়েছে। যানজটের ভয়াবহ চিত্র দেখে বুঝা যাচ্ছে ঈদের আগে পরিস্থিতি আরো ভয়ঙ্কর রুপ নেবে। কিন্তু নগরবাসীর দুর্ভোগ লাঘবে সরকারের কোনো ইতিবাচক পদক্ষেপ দেখা যাচ্ছে না।

শনিবার (২৫ মে) বিকেলে নগরীর বহদ্দারহাটস্থ যমুনা স্কয়ার কমিউনিটি সেন্টারে ৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্রের শেষ চিহ্নটুকু মুছে ফেলেছেন। ক্ষমতায় চিরস্থায়ীভাবে থাকার জন্যই ৩০ ডিসেম্বর মধ্যরাতের নির্বাচন করে রাষ্ট্রক্ষমতা দখলে রেখেছেন। শেখ হাসিনার একটাই লক্ষ্য কিভাবে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কষ্ট দিয়ে তিলে তিলে নিঃশেষ করে দেওয়া। কিন্তু শেখ হাসিনার সরকারের অপশাসন জনগণ সকল শক্তি দিয়ে রুখে দিবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করতে এখন সংগ্রামী জনতা রাজপথে নেমে আসার প্রস্তুতি সম্পন্ন করেছে।

পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর হাসান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি মাহবুবুল আলম, নাজিম উদ্দিন আহমেদ, যুুগ্ম সম্পাদক ইয়াসিন চৌধুরী লিটন, আনোয়ার হোসেন লিপু, সহ-সাধারণ সম্পাদক এস.এম জাহাঙ্গীর আলম, মৎস্য বিষয়ক সম্পাদক মো. বখতিয়ার।

চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-সভাপতি মো. হামিদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলী, সহ-আপ্যায়ন সম্পাদক আব্দুল আজিজ, জামায়াত নেতা মীর মো. শরীফ, নগর এনপিপি সভাপতি আনোয়ার সাদেক সাদি, নগর ন্যাপ সভাপতি ওসমান গণি শিকদার, মোহরা ওয়ার্ড বিএনপির সভাপতি জানে আলম জিকু, আমুছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এমএ মান্নান,

পোপাদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সুজন, নগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, যুগ্ম সম্পাদক সেলিম উদ্দিন রাসেল, বিএনপি নেতা হাজী নাছির উদ্দিন, আইয়ুব আলী, ইলিয়াছ আলী, শওকত আলী, আপিল উদ্দিন, ফজল আমিন মাসুম, আবু বক্কর, দিদারুল আলম, হাজী মো. হারুন, শফিকুল আলম সর্দার, জামাল উদ্দিন, যুবদল নেতা ইউসুফ তালুকদার, এসএম ফারুক, আরিফুল ইসলাম, সাইদুল ইসলাম, মো. লিটন, মো. ইসকান্দর, মো. আলমগীর, ছাত্রদল নেতা গোলজার হোসেন, শহীদুজ্জামান, আবু বক্কর বাবু, সাব্বির আহমেদ, মোরশেদ কামাল, আব্দুর রশিদ প্রমুখ।
 

সিভয়েস/এএস

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়