Cvoice24.com


‘বাঙ্গালি জাতির জীবনে নজরুল এক মূর্ত প্রতীকের নাম’

প্রকাশিত: ১৩:২৮, ২৫ মে ২০১৯
‘বাঙ্গালি জাতির জীবনে নজরুল এক মূর্ত প্রতীকের নাম’

ছবি সিভয়েস

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ইতিহাসে প্রথমবারের মত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী উৎসব পালন করা হয়েছে। কবির ১২০তম জন্ম জয়ন্তী উপলক্ষে আজ শনিবার (২৫ মে) বিকালে থিয়েটার ইন্সটিটিউট অডিটোরিয়ামে নজরুল গীতি পরিবেশন, নজরুলের লেখা কবিতা আবৃত্তি আলোচনা সভার আয়োজন করা হয়।

জন্ম জয়ন্তী উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র নাছির উদ্দিন। অনুষ্ঠানে মুখ্য আলোচকের বক্তব্য রাখেন বিশিষ্ট নজরুল গবেষক হাসিনা জাকারিয়া।

অনুষ্ঠানে সিটি মেয়র বলেন, বাংলা সাহিত্য বাঙ্গালি জাতির জীবনে কবি কাজী নজরুল ইসলাম এক মূর্ত প্রতীকের নাম। অসাম্প্রদায়িক চেতনার কবি, সংগ্রামের কবি, প্রগতির কবি কাজী নজরুল ইসলাম। তিনি একাধারে যেমন ইসলামী গান রচনা করেছেন তেমনি শ্যামা সংগীত, ভজন, কীর্তনও লিখেছেন দুহাতে। আমাদেরকে নজরুলের আদর্শ জীবনে ধারণ করতে হবে।

হাসিনা জাকারিয়া বলেন, এই চট্টগ্রামে কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি জড়িত রয়েছে। তিনি ১৯২৩ সাল ১৯৩২ সালে মোট তিনবার চট্টগ্রাম এসেছেন। চট্টগ্রামের রাউজান, ফতেয়াবাদ ডিসি হিলে তিনি এসেছিলেন। তাই নজরুল চর্চা লালনে আমাদেরকে করণীয় সম্পর্কে ভাবতে হবে। তিনি চট্টগ্রামে নজরুল গবেষণা চর্চা কেন্দ্র স্থাপনে মেয়রের সহযোগিতা কামনা করেন।

চসিক শিক্ষা স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর নাজমুল হক ডিউকের সভাপতিত্বে বাচন শিল্পী কংকন দাশের সঞ্চালনায় এতে অনুষ্ঠানে সংরক্ষিত কাউন্সিলর আবিদা আজাদ, চসিক সমাজকল্যাণ কর্মকর্তা আশেক রসুল টিপু, আবু তালেব মো বেলাল বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে কাবেরী দাশ, শ্যামল পাল, সুতপা চৌধুরী, অচিন্ত্য কুমার দাস, কল্যাণ নাথ, মো. ফারুক, অসীম দাশ, গৌরী দাশ, পূজা বড়ুয়া, অমি চক্রবর্তী প্রমুখ  শিল্পী সংগীত পরিবেশন করুন কবিতা আবৃত্তি করেন।

-সিভয়েস/ইউডি/এসএ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়