Cvoice24.com


গুজরাটে কোচিং সেন্টারে আগুন, ১৯ শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ১৬:০৭, ২৪ মে ২০১৯
গুজরাটে কোচিং সেন্টারে আগুন, ১৯ শিক্ষার্থীর মৃত্যু

ভারতের গুজরাটে বহুতল একটি ভবনে ভয়াবহ আগুনে অন্তত ১৯ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এদের অধিকাংশই প্রাণ বাঁচাতে ভবন থেকে লাফ দেয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহতদের বেশিরভাগের বয়স ১৪ থেকে ১৭ বছর।

শুক্রবার (২৪ মে) বিকেলে সুরাটের টাকশাশিলা কমপ্লেক্সের তৃতীয় তলায় একটি কোচিং সেন্টারে আগুন লাগলে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে ছুটোছুটি করতে শুরু করে। প্রচণ্ড ধোঁয়া ও আগুনের তীব্রতা থেকে বাঁচতে অনেকেই ভবন থেকে লাফ দেয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে অনেককে জানালা দিয়ে লাফ দিতে দেখা যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। স্থানীয়দের পাশাপাশি উদ্ধারকর্মীদের সহযোগিতায় বেশ কয়েকজন শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আগুনে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগুনের ঘটনা তদন্তের ঘোষণা দিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি।

সিভয়েস/এএস

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়