ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র পদত্যাগের ঘোষণা

প্রকাশিত: ১১:৩৯, ২৪ মে ২০১৯
ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র পদত্যাগের ঘোষণা

শেষ পর্যন্ত ব্রেক্সিট ইস্যুতে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। শুক্রবার (২৪ মে) আবেগঘন বক্তব্যে এ ঘোষণা দেন তিনি।

আগামী ৭ জুন প্রধানমন্ত্রীত্বের পাশাপাশি কনজারভেটিভ পার্টির দলীয় পদ থেকেও সরে দাঁড়াবেন থেরেসা মে। সর্বোচ্চ চেষ্টার পরও দায়িত্বে থাকা অবস্থায় ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদ কার্যকর করতে না পারাকে দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি।

সাম্প্রতিক সময়ে তিনবার পার্লামেন্টে ব্রেক্সিট প্রস্তাব উত্থাপন করেও ব্যর্থ হন মে। এতে চ্যালেঞ্জের মুখে পড়ে তাঁর প্রধানমন্ত্রীত্ব। পদত্যাগের দাবি উঠে ক্ষমতাসীন ও বিরোধী দল থেকেও। সবশেষ দলীয় শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনার পরই দায়িত্ব ছাড়ার ঘোষণা আসে ডাউনিং স্ট্রিট থেকে।

ইতোমধ্যে দলীয় প্রধানের পদের জন্য কনজারভেটিভ দল থেকে চার জনের প্রতিদ্বন্দ্বিতার গুঞ্জন শোনা যাচ্ছে। নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত কেয়ারটেকারের দায়িত্ব পালন করবেন মে।

এর আগে, ২০১৬ সালে ব্রেক্সিটের পক্ষে গণরায়ের জেরে তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের পদত্যাগের পর ক্ষমতায় আসেন থেরেসা মে।

সিভয়েস/এএস

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়