Cvoice24.com


টেকনাফে আটকের পর ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা ব্যবসায়ী নিহত

প্রকাশিত: ০৫:০২, ২৩ মে ২০১৯
টেকনাফে আটকের পর ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা ব্যবসায়ী নিহত

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী মোহাম্মদ হানিফ (৩৮) নিহত হয়েছে। বুধবার (২২ মে) রাত দেড়টার দিকে লম্বরি মেরিন ড্রাইভ বীচ এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করে পুলিশ। সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন ৩ পুলিশ সদস্য।

নিহত মাদক ব্যবসায়ী মো. হানিফ হ্নীলা নাটমুরা পাড়ার মৃত আবুল কাশেমের ছেলে।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, আগের দিন চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. হানিফকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যানুযায়ী বুধবার রাত দেড়টার দিকে ইয়াবা উদ্ধারের জন্য লম্বরি মেরিন ড্রাইব বীচ এলাকার পৌঁছালে পুলিশকে লক্ষ করে গুলি ছুঁড়ে মাদক ব্যবসায়ীর সহযোগীরা। পুলিশও পাল্টা গুলি চালালে ইয়াবা ব্যবসায়ীরা পালিয়ে যায়। তারা পালিয়ে গেলে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকে মো. হানিফ। পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ৩টি অস্ত্র, ১১ রাউন্ড গুলি ও ৫ হাজার ইয়াবা। মাদক ব্যবসায়ীদের গুলিতে আহত হয় কনস্টেবল আব্দুল শুক্কুর, মংথিন প্রো এবং জুয়েল বড়ুয়া।

নিহতের লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সিভয়েস/এএইচ

কক্সবাজার প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়