Cvoice24.com


রুমায় ভাল্লুকের আক্রমণে আহত ১

প্রকাশিত: ১৫:৪৯, ২২ মে ২০১৯
রুমায় ভাল্লুকের আক্রমণে আহত ১

ছবি সিভয়েস

জঙ্গলে সবজি  সংগ্রহ করতে গিয়ে মা ভাল্লুকের আক্রমণে গুরুতর আহত হয়েছে গর্ডেন ত্রিপুরা (৩৬) নামে এক ব্যক্তি। রুমা গালেংগ্যা ইউনিয়নের মুংগহা পাড়ার বাসিন্দা ইমাজন ত্রিপুরা ছেলে বলে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে আজ বুধবার  (২২ মে) বিকালে তিনি মোংগ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরী হিসেবে কর্মরত আছেন।

স্থানীয়রা জানান, আজ সকালে গ্রামের পাশে ঝিরিতে সবজি সংগ্রহ করতে বেরিয়ে পরে গার্ডেন ত্রিপুরা। ঝিরির ভেতরে যাওয়ার পর দুমুর গাছের উপরে দুটি বাচ্চাসহ মা ভাল্লুক ফল খাচ্ছিল, নিচে ছিলেন গর্ডেন ত্রিপুরা। কিছু বুঝে উঠার আগে তার উপর ঝাঁপিয়ে পরে মা ভাল্লুকটি। সঙ্গে সঙ্গে মুখে কামড় বসিয়ে দেয় তিন থেকে চার বার। এসময় গার্ডেন ত্রিপুরার সাথে থাকা গামছা দিয়ে মুখ বেধে লোকালয়ে চলে আসে। তারপর গ্রাম বাসিরা তাকে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়।

বান্দরবান সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সামিয়া জানান, গার্ডেন ত্রিপুরা মুখের মাংসসহ চামড়া উঠে গেছে।  মুখের হাড় ভেঙ্গে গেছে। মুখের বিভিন্ন স্থানে সেলাই দেয়া হয়েছে। তার অবস্থা খুবই গুরুতর।  তাকে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

-সিভয়েস/এসএ

বান্দরবান প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়