Cvoice24.com

চট্টগ্রামে আজ, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

সময় ঘন্টা মিনিট সেকেন্ড


ফটিকছড়িতে জমে উঠেছে ঈদবাজার

প্রকাশিত: ০৮:৫৫, ২২ মে ২০১৯
ফটিকছড়িতে জমে উঠেছে ঈদবাজার

ফটিকছড়ির একটি দোকানে বিকিকিনি

ঈদকে কেন্দ্র করে ফটিকছড়িতে ইতিমধ্যে সব হাটবাজার জমে উঠেছে। কেনাকাটার ধুম পড়েছে। বিশেষ করে ১৫ রমজানের পরে মূলত জমে উঠেছে ঈদের বাজার।

সরেজমিনে উপজেলা নাজিরহাট, বিবিরহাট, নানুপুর, আজাদীবাজার, কাজিরহাট, নারায়নহাট, হেয়াকোসহ বিভিন্ন এলাকায় ক্রেতা বিক্রেতাদের সমাগমে ভিন্নতা পরিলক্ষিত হচ্ছে। আলোকসজ্জাসহ নানা সাজ সজ্জায় সাজানো হয়েছে মার্কেটগুলো। বিভিন্ন পসরা সাজিয়ে ক্রেতাদের আকৃষ্ট করছেন ব্যবসায়ীরা। নাজিরহাটের এস এ সিটি সেন্টার,এম এম প্লাজা, সজিবপ্লাজা, হোসাইন প্লাজা, মোতালেব প্লাজা, হারুন লেইন, মদিনা মার্কেট, মাদ্রাসামার্কেট,জামেয়া মার্কেট। বিবিরহাটের নজরুল শপিং সেন্টার, হক মার্কেট, মদিনা মার্কেট, সাত্তার মার্কেট, রুবেল মার্কেট,এ আজিজ শপিং সেন্টার। নানুপুর বাজারের মির্জা মার্কেট,সেন্ট্রাল প্লাজা, গুড়া মিয়া মার্কেট, গাউছিয়া মার্কেট। আজাদী বাজারের মাদ্রাসা মার্কেট,মসজিদ মার্কেট, দবীর মার্কেট, নজির মার্কেটসহ বিভিন্ন মার্কেট ও দোকানে  আর নতুন ফ্যাশনে গড়ে উঠা ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে  ভিড় লক্ষ করা যাচ্ছে। 

ঈদ উপলক্ষে বাজারের কাপড়ের দোকান, জুতোর দোকান, জুয়েলারি দোকান, মুদির দোকান, খাবারের দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান চাঙা হয়ে উঠেছে। বিভিন্ন কাপড়ের দোকানে তরুণীরা ক্রয় করছেন নতুন ফ্যাশনের পোশাক । 
এফ এন এফ ফ্যাশন এর স্বত্বাধিকারী মোহাম্মদ নুরু বলেন, তরুণদের চাহিদা অনুযায়ী দেশ-বিদেশের নতুন ফ্যাশনের পোশাক সংগ্রহ করেছি। ভাল বিকিকিনি হচ্ছে।
রূপালী ফ্যাশনের স্বত্বাধিকারী পাঁচকড়ি নাথ ও সুলভ বস্ত্র বিতানের স্বত্বাধিকারী মোহাম্মদ আকরাম বলেন, রমজানের শুরু থেকে পরিবার পরিজন নিয়ে ক্রেতারা আসছেন। পছন্দের কাপড় ক্রয় করছেন। বিশেষ করে নতুন ফ্যাশনের কাপড়ের প্রতি বেশি আগ্রহ ক্রেতাদের।

বিবিরহাট বাজারের সমাহার ক্লথ স্টোরের  স্বত্বাধিকারী হাফেজ আবুল কাসেম বলেন,গভীর রাত পর্যন্ত ক্রেতা সাধারণ বাজারে অবস্থান করে পছন্দের কাপড় চোপড় ক্রয় করছেন। বলতে গেলে বেচা বিক্রি জমে উঠেছে।
তবে অন্যান্য বারের তুলনায় কাপড়ের মূল্য বেশি বলে ক্রেতা-বিক্রেতারা জানান। 

বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল হওয়ায় আবাল-বৃদ্ধ-বনিতা সপরিবারে গভীর রাত পর্যন্ত ঈদের কেনাকাটা করছে।  সপরিবার  আসা মোহাম্মদ হারুন বলেন,পরিবারের সকলের জন্য কেনাকাটা করতে এলাম।

সিভয়েস/আই
 

মোহাম্মদ রফিকুল ইসলাম, ফটিকছড়ি

সর্বশেষ

পাঠকপ্রিয়