Cvoice24.com


পেকুয়ায় মালয়েশিয়াগামী ৬৭ রোহিঙ্গা আটক

প্রকাশিত: ০৭:৫১, ১৮ মে ২০১৯
পেকুয়ায় মালয়েশিয়াগামী ৬৭ রোহিঙ্গা আটক

কক্সবাজারের পেকুয়ায় মালয়েশিয়াগামী ৬৭ রোহিঙ্গা নারীপুরুষ ও শিশুকে আটক করেছে পুলিশ। শনিবার (১৮ মে) ভোররাতে উপজেলার উজানটিয়া ইউনিয়নের করিমদাদ মিয়াঁর ঘাট থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ২৩ জন পুরুষ, ২৯ জন নারী ও ১৫ জন শিশু। তারা সকলেই উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা বলে জানিয়েছেন পুলিশ।

এই দিকে পুলিশ সূত্র জানা যায়, আব্দুল গণি, টিপু সুলতান ও মো. মনছুর নামের তিনজন দালালের মাধ্যমে তারা সাগর পথে অবৈধ ভাবে মালয়েশিয়া যাচ্ছিল। বাসযোগে শুক্রবার মধ্য রাতে তারা করিমদাদ মিয়াঁর ঘাটে পৌঁছায়। শনিবার ভোররাতে ট্রলারযোগে সাগরপথে রওনা হওয়ার আগমুহূর্তে পুলিশ তাদের আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ওসি জাকির হোসেন ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬৭ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বলেন আব্দুল গণি, টিপু সুলতান ও মো. মনছুর নামের তিনজন দালালের মাধ্যমে সাগর পথে অবৈধ ভাবে মালয়েশিয়া যাচ্ছিল। তাদের পাচারের ঘটনায় অপর জড়িতদের ও রুটম্যাপ সম্পর্কে অনুসন্ধান করা হচ্ছে। পাচারে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

-সিভয়েস/এমআই/এমএম

চকরিয়া-পেকুয়া প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়