Cvoice24.com


টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা কারবারি নিহত, অস্ত্র ও গুলি উদ্ধার

প্রকাশিত: ০৫:০৩, ১৬ মে ২০১৯
টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা কারবারি নিহত, অস্ত্র ও গুলি উদ্ধার

কক্সবাজারের টেকনাফে পুলিশ-বিজিবির যৌথ অভিযানের সময় ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা কারবারি সিরাজ মিয়া নিহত হয়েছে।

এসময় ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা, দুইটি অস্ত্র ও ৬৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) ভোরে টেকনাফের সাবরাং বেড়িবাঁধের ৪ নম্বর স্লুইচ গেট এলাকায় এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।
নিহত সিরাজ মিয়া (৪০) টেকনাফের সাবরাং আচারবনিয়া এলাকার ফজল আহমদের ছেলে।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, ‘মিয়ানমার থেকে নাফ নদী হয়ে ইয়াবার চালান প্রবেশের গোপন সংবাদে টেকনাফ পুলিশ ও বিজিবি সদস্য যৌথভাবে অভিযান চালায়। এসময় সাবরাং বেড়িবাঁধের নাফ নদীর ৪নম্বর স্লুইচ গেট এলাকায় পৌঁছলে একদল ইয়াবা কারবারি যৌথ বাহিনীর উপর হামলা চালায়।

এসময় পুলিশ-বিজিবি’র সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে নৌকা নিয়ে পাচারকারিরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তার পরিচয় সনাক্ত করেন স্থানীয়রা।

ঘটনাস্থল থেকে যৌথবাহিনী ৫০ হাজার ইয়াবা, দুইটি বন্দুক ও ৬৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সিভয়েস/এএইচ

কক্সবাজার প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়