Cvoice24.com


লামায় পানিতে ডুবে প্রতিবন্ধী কিশোরীর মৃত্যু

প্রকাশিত: ১৬:১৭, ১৫ মে ২০১৯
লামায় পানিতে ডুবে প্রতিবন্ধী কিশোরীর মৃত্যু

লামায় খালে গোসল করতে গিয়ে সাবিনা ইয়াছমিন (১৩) নামে এক প্রতিবন্ধী কিশোরীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের বাজার পাড়াস্থ লামা খালে এই ঘটনা ঘটে। নিহত ইয়াছমিন রুপসীবাজার পাড়ার ছিদ্দিক জমাদ্দারের মেয়ে।

নিহতের বাবা ছিদ্দিক জমাদ্দার বলেন, সকালে মেয়েটি বাড়ির পাশে খালে গোসল করতে যায়। অনেকক্ষণ যাবৎ বাড়িতে ফিরে না এলে তার মা তাকে খুঁজতে গিয়ে দেখে খালে পানিতে মরে পড়ে আছে। তার চিৎকারে আশপাশের সবাই এগিয়ে এসে লাশ পানি থেকে তুলে। আমার মেয়েটি মৃগী (নিউরোলজিক্যাল বা স্নায়ুবিক রোগ) রোগী ছিল। খালে গোসল করতে নামলে খিঁচুনি উঠলে সে পানিতে ডুবে মারা যায়। সে সময় আশপাশে কেউ না থাকায় তাকে বাঁচানো সম্ভব হয়নি। দীর্ঘদিন যাবৎ মেয়ে মৃগী রোগে কষ্ট পাচ্ছিল। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি)অপ্পেলা রাজু নাহা বলেন, ইউপি চেয়ারম্যান ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গের মতামতে লাশটি তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

সিভয়েস/এএস

 
 

লামা প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়