Cvoice24.com


হাটহাজারীতে নিম্নমানের চা ও মসলা জব্দ করে ধ্বংস

প্রকাশিত: ১৩:২৩, ১৪ মে ২০১৯
হাটহাজারীতে নিম্নমানের চা ও মসলা জব্দ করে ধ্বংস

ছবি সিভয়েস

হাটহাজারীতে অভিযান পরিচালনা করে প্রায় এক টন ভেজাল, নকল নিম্নমানের চা এবং মসলা জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৪মে) দুপুরে উপজেলার ধলই ইউনিয়নের বালুরটাল এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও রুহুল আমিন।

ইউএনও রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কারখানাটিতে অভিযান পরিচালনা করি। ফুট বাই ১৫ ফুট আয়তনের একটা ছোট্ট ঘরে দেশি বিদেশি প্রায় ২৮ টি পণ্য উৎপাদন এবং প্যাকেটজাত করা হচ্ছিল এই কারখানায়। সিলন চা, মির্জাপুর চা, রাঁধুনি সরিষা তেল, রাঁধুনি হালিম মিক্সড, রাঁধুনি পায়েস মিক্সডসহ দেশি-বিদেশি নানান ব্রান্ডের নকল পণ্য বানানো হচ্ছিল। এছাড়াও নানান কেমিক্যাল দিয়ে বানানো হচ্ছিল ট্যাং আদলে ড্রিংক, সাথে আইটেমের ঘি।

 তিনি বলেন, পুরানো নিম্নমানের চা এবং মসলাই মূলত প্যাকেট জাত করা হচ্ছিল নানান ব্রান্ডের নামে। মসলার বস্তা ইদুরে কেটে ফেলেছে, সেগুলো বিদেশি ব্রান্ডের প্যাকেট করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তালা ভেঙে ভেতরে প্রবেশ করলেও কাউকে পাওয়া যায়নি। তবে জনৈক আব্দুল এই ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

পরে জব্দকৃত মালামালগুলি পুড়িয়ে ধ্বংস করা হয়।

-সিভয়েস/এসএ

হাটহাজারী প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়