Cvoice24.com


বায়েজিদে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ, প্রায় দেড়লাখ টাকা জরিমানা 

প্রকাশিত: ১৩:১২, ১৪ মে ২০১৯
বায়েজিদে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ, প্রায় দেড়লাখ টাকা জরিমানা 

ছবি সিভয়েস

নগরীর বায়েজিদ বোস্তামীর বাংলাবাজার এলাকায়  ভাসমান ৫০টি দোকান উচ্ছেদ  ও রাস্তার উপর দোকানের অংশ বর্ধিত করায় ২৮টি দোকানে ১ লাখ ৪০ হাজার জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৪ মে) সকালে চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার অভিযানে নেতৃত্ব দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বায়েজিদ বোস্তামীর বাংলাবাজার এলাকায় একটি মহল এসব সড়ক-মহাসড়কে বিভিন্ন দোকানপাট বসিয়ে অবৈধভাবে টোল আদায় করে আসছিল। সড়ক ও ফুটপাত দখল করে এসব স্থাপনা গড়ে উঠায় পথচারী ও যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছিল। এর প্রেক্ষিত ৫০টির মত ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে। রাস্তার উপর দোকানের অংশ বর্ধিত করায় বাংলাবাজার এলাকার ২৮টি দোকানের প্রত্যেকটিকে ৫ হাজার টাকা করে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী, বায়েজিদ বোস্তামী থানা ও চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ ম্যাজিষ্ট্রেটকে সহায়তা করেন।

-সিভয়েস/এমআই/এসএ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়