Cvoice24.com


চাঞ্চল্যকর বুবলী হত্যা মামলা : তিন আসামির রিমান্ড

প্রকাশিত: ০৯:৩৭, ১৩ মে ২০১৯
চাঞ্চল্যকর বুবলী হত্যা মামলা : তিন আসামির রিমান্ড

চট্টগ্রামের চাঞ্চল্যকর বুবলী হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামিকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 

সোমবার (১৩ মে) চট্টগ্রাম মহানগর হাকিম আল ইমরান খানের আদালত এই আদেশ দেন। রিমান্ড প্রাপ্ত তিন আসামিরা হল মূসা, আহমদ কবির ও নবী হোসেন। এর আগে এজাহারভুক্ত আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিল পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন। সিভয়েসকে তিনি বলেন 'বুবলী হত্যায় এজাহারভুক্ত তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলাম। শুনানী শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে।'

উল্লেখ্য, গত শনিবার (১১ মে) বাকলিয়া থানাধীন বজ্রঘোনা এলাকায় রুবেল নামে একজনকে খুঁজে না পেয়ে তার বোন বুবলী আকতারকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীর৷ ঐদিন রাতেই বুবলী হত্যার দায়ে অভিযুক্ত আসামী শাহ আলম পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়। এই ঘটনায় শনিবার রাতে বুবলীর বাবা বাদী হয়ে শাহ আলম, নুর আলম, নবী হোসেন, জাবেদ,  মুসা, আহমেদ কবিরের নাম উল্লেখ করে চার পাঁচ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে।

সিভয়েস/টিআই/এএইচ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়